সৌদি রিয়াল রেট নিয়ে সর্বশেষ তথ্য জানুন…
সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চাচ্ছেন? তাহলে আর দেরী না করে জেনে নিন যে আজকে বাংলাদেশী টাকায় সৌদি রিয়াল রেট কত।
আজকের তারিখে ১ সৌদি রিয়াল বাংলা টাকায় ৩১ টাকা ৮৭ পয়সা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১.৬৭)
প্রবাসী বাংলাদেশি নাগরিকদের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে সৌদি আরব। Global Media Insight এর তথ্য মতে, বর্তমানে সৌদি আরবে প্রবাসী হিসেবে প্রায় ২১ লক্ষ ২০ হাজার বাংলাদেশি অবস্থান করছে। সুতরাং, এ কথা বলাই যায় যে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে।
যেহেতু সৌদি থেকে প্রচুর প্রবাসী তাদের কষ্টে উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠাচ্ছে, তাই তারা সঠিক এক্সচেঞ্জ রেটটি পাচ্ছেন কিনা তা নিশ্চিত করতে সৌদি রিয়াল রেট জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আপডেট রেট জানা থাকলে, যে সকল ব্যাংক বা প্রতিষ্ঠান মানি এক্সচেঞ্জ করে তারা সহজে আপনাকে কম রেট দিয়ে ঠকাতে পারবে না।
তাই টাকা পাঠানোর পূর্বে অবশ্যই সৌদি টাকার রেট সম্পর্কে আপডেট তথ্য জেনে নিবেন। তাহলে আপনি নিশ্চিত করতে পারবেন যে সৌদি আরব থেকে কত রিয়াল পাঠালে বাংলাদেশে আপনার পরিবার কত টাকা পাবে।
সৌদি রিয়াল রেট | Saudi Riyal to Taka
সৌদি রিয়াল | বাংলা টাকা |
১ রিয়াল | ৩১ টাকা ৮৭ পয়সা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১.৬৭) |
১০ রিয়াল | ৩১৮ টাকা ৭০ পয়সা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১৬.৭০) |
৫০ রিয়াল | ১৫৯৩ টাকা ৫০ পয়সা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ১৫৮৩.৫০) |
১০০ রিয়াল | ৩১৮৭ টাকা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১৬৭) |
৫০০ রিয়াল | ১৫৯৩৫ টাকা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ১৫৮৩৫) |
১০০০ রিয়াল | ৩১৮৭০ টাকা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১৬৭০) |
৫০০০ রিয়াল | ১৫৯৩৫০ টাকা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ১৫৮৩৫০) |
১০০০০ রিয়াল | ৩১৮৭০০ টাকা (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ৩১৬৭০০) |
আমাদেরকে কাজের জন্য হোক অথবা হজ্বের জন্য হোক অথবা ঘুরতে যাওয়ার জন্যই হোক, যে কোন কারনেই সৌদি আরব যেতে হলে টাকাকে রিয়ালে কনভার্ট করতে হবে। এখন যদি আমরা আন্তর্জাতিক বাজারের অবস্থা বিবেচনা না করেই টাকা থেকে রিয়ালে কনভার্ট করি তাহলে অনেক সময় অতিরিক্ত টাকা দিতে হবে যা মোটেও কাম্য নয়।
অন্যদিকে চাকরি অথবা ব্যবসা যেটাই হোক না কেন, সৌদি আরব যে পৃথিবীর শ্রেষ্ঠ দেশগুলোর মধ্যে একটি তাতে কোন সন্দেহই নেই। তাই এই দেশে আমাদের বাংলাদেশ অথবা ভারত থেকে অনেক শ্রমিক অথবা ছাত্র জীবিকা অথবা উচ্চশিক্ষার জন্য ভ্রমণ করে থাকেন। সে ক্ষেত্রে আপনারা যারা সৌদি আরব থেকে টাকা পাঠাতে চান তাদের জন্য এই রিয়াল রেট জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ সৌদি রিয়াল রেট যদি বেশি থাকে এবং তখন আপনারা টাকা পাঠান তাহলে বাংলা টাকায় রেট অনেক বেশি পাবেন। এতে আপনারা লাভবান হবেন। তাই সবসময় রেট চেক করার জন্য আপনাদেরকে অনুরোধ করছি।
আপনাদের এই সৌদি রিয়াল রেট চেক করার কথা মাথায় রেখেই আমাদের এই পোস্ট। আমরা এখানে চেষ্টা করি শতভাগ সঠিক তথ্য দেওয়ার জন্য যাতে সবাই উপকৃত হয়। এবং আপনারা যেন রিয়ালের রেট বেশি পান সেই জন্যই আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি এই পেজটি শেয়ার করে আমাদের এবং আপনার প্রিয়জন যারা সৌদি আরব যাবেন অথবা এখন সৌদি আরব আছেন তাদের উপকৃত এবং উৎসাহিত করবেন।
১ রিয়াল = কত টাকা?
১ রিয়াল = ২৯ টাকা (প্রায়), এটা আজকে সৌদি আরবের রিয়ালের রেট বাংলা টাকায়।
কখন টাকা পাঠালে সৌদি রিয়াল রেট বেশি পাওয়া যায়?
যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে তখন। প্রত্যেকদিন এই পেজে এসে দেখে নিবেন বর্তমান রেট কত আছে তাহলেই বুঝতে পারবেন আপনার জন্য কখন টাকা পাঠানো ভালো হবে। তাছাড়া আন্তর্জাতিক বাজারে রিয়ালের দাম বাড়লেই কেবল টাকা পাঠাবেন কারণ তখন সৌদি রিয়াল রেট বেশি পাবেন। তাই নিয়মিত আমাদের এই পেজটি ভিজিট করবেন এবং বর্তমান দাম কত আছে তা দেখে নিবেন। যেদিন আপনার কাছে মনে হবে আজকে দাম বেশি ঠিক সেদিনই আপনি টাকা পাঠাবেন।
সৌদি রিয়াল রেট কখন কমে যায়?
যখন সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যায় তখন। সৌদি আরবের দ্রব্য মূল্য বৃদ্ধি পেলে তখন সৌদি রিয়াল রেট কমে যায় এবং তখন যদি আপনি টাকা পাঠান তাহলে আপনি রেট কম পাবেন। তাই আপনাকে সৌদি আরবের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে ভালো ধারনা রাখতে হবে। তাছাড়া আমাদের ফেসবুক পেজে যদি আপনারা ফলো দিয়ে রাখেন তাহলে আপডেট জানতে পারবেন খুবই তাড়াতাড়ি এবং আপনারা কাঙ্ক্ষিত ক্ষতি এড়াতে পারবেন।
সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ কত?
সৌদি রিয়াল রেট বাংলাদেশ বিকাশ হল ২৯ টাকা প্রায়।
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত?
সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের প্রায় ২৯০০ টাকা।
আজকের টাকার রেট
আজকের টাকার রেট জানতে এখানে ক্লিক করুন।