স্বর্ণ বা সোনা সারা বিশ্বে প্রচলিত একটি মূল্যবান ধাতু। স্বর্ণ সাধারণত মানুষ বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, বিয়েতে ব্যবহার করে থাকে। অনেকে বিনিয়োগ হিসেবেও সোনা কিনে থাকে। সময়ের সাথে সাথে স্বর্ণের দামও দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। তাই স্বর্ণ আসল নাকি নকল ক্রয় করার সময় সেটি দেখে বুঝে কিনতে হবে।
স্বর্ণের মধ্যে ২৪ ক্যারেটের স্বর্ণ হচ্ছে সবচেয়ে বিশুদ্ধ। এটি একদম খাঁটি সোনা। এছাড়া ২২ ক্যারেট, ২১ ক্যারেট এবং ১৮ ক্যারেটের স্বর্ণ দিয়ে সোনার গহনা তৈরি করা হয়। ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও ১৮ ক্যারেটের স্বর্ণের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। আজকের আর্টিকেলে আমরা স্বর্ণ আসল নাকি নকল কীভাবে চেনা যায় সে বিষয়ে বিস্তারিত জানবো।
হলমার্ক সোনা বলতে কি বুঝায়
সোনা বিশুদ্ধ বা খাঁটি কিনা তা হলমার্ক চিহ্ন দেখে যাচাই করা হয়। স্বর্ণে হলমার্ক থাকলে সেটি আসল সোনা। এছাড়া হলমার্ক সার্টিফিকেটও পাওয়া যায়। সার্টিফিকেটের মাধ্যমে আপনি সোনার বিশুদ্ধতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন।
হলমার্কিং প্রক্রিয়ার মাধ্যমে একটি অনুমোদিত স্বর্ণ মূল্যায়নকারী প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা সোনার বিশুদ্ধতা নিশ্চিত করা হয়।
হলমার্ক চার্ট
নিচের চার্টটি ভালোভাবে লক্ষ্য করুনঃ
ক্যারেট | হলমার্ক |
---|---|
২৪ | 999 |
২২ | 916 |
২১ | 875 |
২০ | 833 |
১৮ | 750 |
১৫ | 625 |
১৪ | 583 |
১২ | 500 |
১০ | 417 |
৯ | 375 |
৮ | 333 |
৬ | 250 |
ধরুন আপনি ২২ ক্যারেট স্বর্ণের একটি অলংকার কিনবেন, তাহলে অবশ্যই খুঁজে দেখবেন যে আপনার অলংকারের যেকোন জায়গায় 916 এই লেখাটি উল্লেখ করা আছে কিনা।
তাহলে বুঝতে পারবেন যে আপনার কাঙ্ক্ষিত অলংকারটি ২২ ক্যারেটের। এবং সাথে BIS এর লোগোটি আছে কিনা তাও দেখবেন, কারণ বাংলাদেশে এই সংস্থা কর্তৃক হলমার্ককৃত সোনা মূলত বিক্রি হয়।
এই বিষয়গুলো যদি ভালোমত আপনি দেখে তারপর কোন সোনার অলংকার ক্রয় করেন তাহলে মোটামুটি নিশ্চিত হয়ে বলা যায় যে আপনি আপনার কাঙ্ক্ষিত ক্যারেটের সোনা সঠিকভাবে কিনতে পেরেছেন।
স্বর্ণ কীভাবে হলমার্কিং করা হয়?
স্বর্ণ সাধারণত একটি বিশ্লেষণের মাধ্যমে মূল্যবান ধাতুর বিশুদ্ধতার পরিমাণ নির্ণয় করে হলমার্কিং করা হয়। এবং সোনার পরিমাণ কতটুকু আছে তার উপর নির্ভর করে একটি নম্বর দেওয়া হয়। যেমনঃ ২২ ক্যারেটের সোনায় 916 লেখাটি উল্লেখ থাকে।
এই 916 এর মানে হলো এখানে বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ ৯১.৬%। অর্থাৎ এই সোনার কোয়ালিটি খুবই উন্নত মানের।
২২ ক্যারেট সোনার হলমার্ক কি
২২ ক্যারেট সোনার হলমার্ক হলো 916। ২২ ক্যারেট সোনার প্রতি আনা দাম কত জানতে দেখুন।
সোনার হলমার্ক কিভাবে চেক করব
নিচের ছবিটি ভালোভাবে খেয়াল করুনঃ
এখানে গোল করে আঁকা ২টি লাল দাগ দেখতে পাচ্ছেন? এর মধ্যে উপরের দাগটি হচ্ছে BIS এর লোগো এবং নিচের দাগে 22K916 লেখা। এর মানে হলো BIS দ্বারা ২২ ক্যারেট সোনার হলমার্ক এটি। আমরা উপরের চার্টে দেখেছি যে 916 লেখা মানে হলো ২২ ক্যারেট যাতে ৯১.৬% বিশুদ্ধ সোনা থাকে।
অতএব, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সোনার হলমার্ক চেক করতে হয়।