ওমান টাকার রেট – ১ রিয়াল = কত টাকা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। এই আর্টিকেল থেকে আপনারা প্রতিদিনের ওমান টাকার রেট বাংলাদেশি টাকায় কত টাকা তা সম্পর্কে জানতে পারবেন।
আজকের এই লেখা থেকে জানতে পারবেন, ওমান টাকার রেট, ওমান বাইসা রেট, ওমান ১ রিয়াল = কত টাকা, ওমান ১ টাকা বাংলাদেশের কত টাকা, আজকের ওমানের টাকার রেট, ওমান ১০ টাকা বাংলাদেশের কত টাকা, ওমানের ১০০ বাইসা বাংলাদেশের কত টাকা, ১ রিয়াল কত টাকা এবং Omani Rial to Bangladesh Taka সম্পর্কিত সঠিক তথ্য।
বাংলা টাকায় আমরা যেমন পয়সা বলি ঠিক তেমনি ভাবে ওমানেও পয়সা চালু আছে যেটাকে তারা বাইসা বলে। কিন্তু বিশেষ দ্রষ্টব্যঃ ১০০০ বাইসা = ১ ওমানি রিয়াল।
আজকের ওমানের টাকার রেট
ওমান রিয়াল (OMR) | বাংলাদেশী টাকা (BDT) |
---|---|
১০০ বাইসা | ৩১ টাকা ৫০ পয়সা |
৫০০ বাইসা বা ১/২ রিয়াল | ১৫৭ টাকা ৫০ পয়সা |
১ রিয়াল | ৩১৫ টাকা |
৫ রিয়াল | ১,৫৭৫ টাকা |
১০ রিয়াল | ৩,১৫০ টাকা |
২০ রিয়াল | ৬,৩০০ টাকা |
৫০ রিয়াল | ১৫,৭৫০ টাকা |
১০০ রিয়াল | ৩১,৫০০ টাকা |
সোর্সঃ ফরেন এক্সচেঞ্জ | Last updated: 10th January, 2025
আরও পড়ুনঃ আজকের টাকার রেট
ওমান টাকার রেট কত
প্রিয় পাঠক, এখন কথা হবে ওমান টাকার রেট এবং ওমান এর রিয়াল এর ইতিহাস নিয়ে। আপনারা জেনে থাকবেন যে, বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ ওমান ভিসা দিয়ে ওমান ভ্রমণ করেন। সে হোক কাজের উদ্দেশ্যে অথবা ওমান এর বিভিন্ন স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে।
তাহলে একটা বিষয় খুবই স্বাভাবিক যে, যারা ওমান ভ্রমণ করতে যাচ্ছেন তাদের প্রত্যেককেই বাংলাদেশী টাকা থেকে ওমান এর রিয়াল এ রুপান্তর করতে হয়। ফলে অনেক সময় সঠিক রেট না জানার কারনে দেখা যায় যে তারা এক্সচেঞ্জ রেট কম পান অর্থাৎ তাদেরকে ঠকানো হয়।
আপনাদের অতি কষ্টে উপার্জিত অর্থ যেন এভাবে একদল দালালের পকেটে না যায় সেই উদ্দেশ্যেই আমাদের এই পোস্ট। এখানে আমরা সঠিক তথ্য দিয়ে আজকের ওমান রিয়াল রেট কত তা জানিয়ে দিই। যেন আপনারা উক্ত দালালদের দ্বারা না ঠকে যান।
আমাদের এই লেখা তাদের জন্যও প্রযোজ্য যারা এখন ওমান আছেন এবং ওমান থেকে দেশে টাকা পাঠাতে চাচ্ছেন। তাই টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের এই পেজ থেকে আপডেটেড এক্সচেঞ্জ রেটটি জেনে নিবেন।
যদি আমাদের আপডেট করতে দেরী হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করে জানাবেন অথবা নিচে কমেন্ট করবেন। আমরা সাথে সাথেই আপডেট করে দিব।
ওমান রিয়াল থেকে টাকা
এখন আমরা একে একে উপরের টেবিলের বিস্তারিত নিচে দেখবো। এখানে উপরের টেবিলের সার সংক্ষেপ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।
ওমানি রিয়াল (Omani Rial) হলো ওমান এর একটি কারেন্সি। ওমান মূলত মধ্য প্রাচ্যের একটি দেশ।
ওমান রিয়াল আজকের রেট বাংলাদেশ কত?
আজকের ওমান টাকার রেট হল ৩১৫ টাকা। এটাকে ওমানি রিয়াল রেট (Omani Rial Rate) ও বলা হয়ে থাকে। অর্থাৎ ওমান থেকে আপনি যদি ১ টাকা পাঠান তাহলে বাংলা টাকায় তা ৩১৫ টাকা হয়ে যাবে।
ওমান টাকার রেট বিকাশ এ কত?
ওমান টাকার রেট আজকে বিকাশে হল ৩১৫ টাকা। বর্তমানে ওমান থেকে সরাসরি বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। এ ক্ষেত্রে দেখা যায় ব্যাংক থেকে রেট একটু কম বেশি হয়।
তবে বিকাশে টাকা পাঠালে ক্যাশ আউট চার্জটি মাথায় রাখতে হয়। ফলে বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই ব্যাংক এবং বিকাশ ২ টার রেট যাচাই বাছাই করে নিবেন।
ওমানের ১০০ বাইসা বাংলাদেশের কত টাকা
আজকের ওমান ১ রিয়াল বাংলা টাকায় ৩১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ১ টাকা পাঠানো হলে ৩১ টাকা ৫০ পয়সা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমানি ৫০০ বাইসা বা ১/২ রিয়াল বাংলাদেশের কত টাকা?
আজকের ওমান ৫ রিয়াল বাংলা টাকায় ১৫৭ টাকা ৫০ পয়সা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ৫ রিয়াল পাঠানো হলে ১৫৭ টাকা ৫০ পয়সা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমান ১ রিয়াল বাংলাদেশের কত টাকা? | ১ রিয়াল = কত টাকা?
আজকের ওমান ১ রিয়াল বাংলা টাকায় ৩১৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ১ রিয়াল পাঠানো হলে ৩১৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমানি ৫ রিয়াল বাংলাদেশের কত টাকা?
আজকের ওমান ৫ রিয়াল বাংলা টাকায় ১,৫৭৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ৫ রিয়াল পাঠানো হলে ১,৫৭৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমান ১০ রিয়াল বাংলাদেশের কত টাকা?
আজকের ওমান ১০ রিয়াল বাংলা টাকায় ৩,১৫০ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ১০ রিয়াল পাঠানো হলে ৩,১৫০ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমান ২০ রিয়াল বাংলাদেশের কত টাকা?
আজকের ওমান ২০ রিয়াল বাংলা টাকায় ৬,৩০০ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ২০ রিয়াল পাঠানো হলে ৬,৩০০ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমান ৫০ রিয়াল বাংলাদেশের কত টাকা?
আজকের ওমান ৫০ রিয়াল বাংলা টাকায় ১৫,৭৫০ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী ওমান থেকে বাংলাদেশে ৫০ রিয়াল পাঠানো হলে ১৫,৭৫০ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে রিয়াল এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।
ওমান থেকে টাকা পাঠানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন
১। অবশ্যই আজকের টাকার রেট অর্থাৎ ঐ দিনের ওমান টাকার রেট জেনে নিবেন।
২। কয়েকটি অফিসিয়াল সোর্স থেকে জেনে নিবেন এই রেট, কারণ অনলাইনের ব্লগাররা অনেক সময় তথ্য হালনাগাদ করেন না অথবা ভুলে ভরা তথ্য দিয়ে রাখেন, তাই সাবধান।
৩। ব্যাংক, বিকাশ এবং অন্যান্য মাধ্যমে টাকা পাঠালে কেমন রেট পাওয়া যাবে তা সম্পর্কে সঠিক ভাবে জেনে নিবেন।
৪। টাকা পাঠানোর কয়েক দিন আগে থেকেই আমাদের পেজে রেট চেক করতে থাকবেন, যেদিন দেখবেন রেট বেশি পাচ্ছেন ঐ দিনই সাথে সাথে টাকা পাঠিয়ে দিবেন এতে আপনি লাভবান হবেন।
৫। হুন্ডি অথবা দালালদের মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকবেন, যদিও তারা রেট বেশি দিতে চায়। কিন্তু দেশের অর্থনীতিতে আপনার ভূমিকা রাখার ইচ্ছা থাকলে অফিসিয়াল ভাবে দেশে টাকা পাঠান।
ওমানি রিয়াল সম্পর্কিত আরও কিছু তথ্য
ওমানি রিয়াল
ওমানি রিয়াল বা Omani Rial (OMR) হল ওমান বা Oman এর সরকারি মুদ্রা। সাধারণত ওমানি রিয়াল কে OMR অথবা ” ريال ” এই চিহ্ন দিয়ে বুঝানো হয়। ওমানি রিয়াল Oman এর অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ওমানি রিয়াল এর ইতিহাস
ওমানি রিয়াল (OMR) ওমানের সরকারী মুদ্রা। নিচে এই ওমানি রিয়ালের বিকাশের একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হলঃ
- প্রাথমিক মুদ্রা (১৯৭০ এর আগে):
ওমানি রিয়ালের প্রচলনের আগে, ওমান ভারতীয় রুপি, উপসাগরীয় রুপি এবং সৌদি রিয়াল সহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ব্যবহার করত, কারণ দেশটির কোনো আনুষ্ঠানিক জাতীয় মুদ্রা ছিল না। - ভারতীয় রুপি (প্রাক-১৯৭০):
ভারতীয় রুপি ছিল ওমানে ব্যবহৃত প্রাথমিক মুদ্রা, সাথে “ওমানি রিয়াল” নামে একটি স্থানীয় ইউনিট, যা ভারতীয় রুপির সাথে পেগ করা হয়েছিল। ওমান একটি নির্দিষ্ট সময়ের জন্য উভয় মুদ্রা ব্যবহার করে। - ওমানি রিয়ালের ভূমিকা (১৯৭০):
১১ই জানুয়ারী, ১৯৭০, সুলতান কাবুস বিন সাইদের শাসনামলে, ওমান উপসাগরীয় রুপির পরিবর্তে তার নিজস্ব মুদ্রা, ওমানি রিয়াল চালু করে। নতুন রিয়াল প্রাথমিকভাবে ব্রিটিশ পাউন্ডের সাথে পেগ করা হয়েছিল। ওমানি রিয়ালের প্রবর্তন ওমানের জন্য অর্থনৈতিক আধুনিকীকরণের সূচনা করে। - মার্কিন ডলারে পেগিং:
ওমানি রিয়ালকে পরবর্তীতে মার্কিন ডলারে পেগ করা হয়েছিল, কিন্তু ১৯৮০-এর দশকে, মুদ্রাকে স্থিতিশীল করতে এবং একটি শক্তিশালী আর্থিক নীতি বজায় রাখার জন্য পেগকে সামঞ্জস্য করা হয়েছিল। - ওমানি রিয়াল আজ:
ওমানি রিয়াল বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা হিসেবে পরিচিত, যা প্রায়শই অন্যান্য বৈশ্বিক মুদ্রার চেয়ে বেশি হারে বিনিময় করে। এই শক্তি ওমানের তেল রপ্তানি এবং বিচক্ষণ রাজস্ব নীতির দ্বারা সমর্থিত স্থিতিশীল অর্থনীতিকে প্রতিফলিত করে।
সামগ্রিকভাবে, ওমানি রিয়াল ১৯৭০ এর দশকের শুরুর দিকে চালু হওয়ার পর থেকে ওমানের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতীয় সার্বভৌমত্বের প্রতীক হিসেবে এসেছে।