দুবাই টাকার রেট | ১ দিরহাম = কত টাকা

দুবাই টাকার রেট – ১ দিরহাম = কত টাকা এই আর্টিকেলে আপনাকে স্বাগতম। এই আর্টিকেল থেকে আপনারা প্রতিদিনের দুবাই টাকার রেট বাংলাদেশি টাকায় কত টাকা তা সম্পর্কে জানতে পারবেন।

আজকের এই লেখা থেকে জানতে পারবেন, দুবাই টাকার রেট, দুবাই ১ দিরহাম = কত টাকা, দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা, আজকের টাকার রেট দুবাই, দুবাই ১০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা, আরব আমিরাতের ১ দিরহাম বাংলাদেশের কত টাকা, দুবাই ১৫০০ টাকা বাংলাদেশের কত টাকা, দুবাই ১০০০০ টাকা বাংলাদেশের কত টাকা, ১ দিরহাম কত টাকা, আরব আমিরাত টাকার রেট এবং Dubai/UAE Dirham to Bangladeshi Taka সম্পর্কিত সঠিক তথ্য।

দুবাই টাকার রেট | দুবাই দিরহাম টু টাকা

দুবাই দিরহাম/আরব আমিরাত দিরহাম (AED)বাংলাদেশী টাকা (BDT)
১ দিরহাম৩৩ টাকা ৪৫ পয়সা
৫ দিরহাম১৬৭ টাকা
১০ দিরহাম৩৩৪.৫ টাকা
২০ দিরহাম৬৬৯ টাকা
৫০ দিরহাম১,৬৭২.৫ টাকা
১০০ দিরহাম৩,৩৪৫ টাকা
২০০ দিরহাম৬,৬৯০ টাকা
৫০০ দিরহাম১৬,৭২৫ টাকা
১,০০০ দিরহাম৩৩,৪৫০ টাকা
১,৫০০ দিরহাম৫১,৯০০ টাকা
১০,০০০ দিরহাম৩৩৪,৫০০ টাকা
সোর্সঃ ফরেন এক্সচেঞ্জ                                                | Last updated: 31st December, 2024

আরও পড়ুনঃ আজকের টাকার রেট

দুবাই টাকার রেট কত

প্রিয় পাঠক, এখন কথা হবে দুবাই টাকার রেট এবং দুবাই এর দিরহাম এর ইতিহাস নিয়ে। আপনারা জেনে থাকবেন যে, বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক মানুষ দুবাই ভিসা দিয়ে দুবাই ভ্রমণ করেন। সে হোক কাজের উদ্দেশ্যে অথবা দুবাই এর বিভিন্ন স্থান ঘুরে দেখার উদ্দেশ্যে।

তাহলে একটা বিষয় খুবই স্বাভাবিক যে, যারা দুবাই ভ্রমণ করতে যাচ্ছেন তাদের প্রত্যেককেই বাংলাদেশী টাকা থেকে দুবাই এর দিরহাম এ রুপান্তর করতে হয়। ফলে অনেক সময় সঠিক রেট না জানার কারনে দেখা যায় যে তারা এক্সচেঞ্জ রেট কম পান অর্থাৎ তাদেরকে ঠকানো হয়।

আপনাদের অতি কষ্টে উপার্জিত অর্থ যেন এভাবে একদল দালালের পকেটে না যায় সেই উদ্দেশ্যেই আমাদের এই পোস্ট। এখানে আমরা সঠিক তথ্য দিয়ে আজকের দুবাই দিরহাম এর রেট কত তা জানিয়ে দিই। যেন আপনারা উক্ত দালালদের দ্বারা না ঠকে যান।

আমাদের এই লেখা তাদের জন্যও প্রযোজ্য যারা এখন দুবাই আছেন এবং দুবাই থেকে দেশে টাকা পাঠাতে চাচ্ছেন। তাই টাকা পাঠানোর আগে অবশ্যই আমাদের এই পেজ থেকে আপডেটেড এক্সচেঞ্জ রেটটি জেনে নিবেন।

যদি আমাদের আপডেট করতে দেরী হয় তাহলে অবশ্যই আমাদেরকে মেইল করে জানাবেন অথবা নিচে কমেন্ট করবেন। আমরা সাথে সাথেই আপডেট করে দিব।

দুবাই দিরহাম টু টাকা

এখন আমরা একে একে উপরের টেবিলের বিস্তারিত নিচে দেখবো। এখানে উপরের টেবিলের সার সংক্ষেপ বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

দুবাই দিরহাম (Dubai Dirham) হলো UAE (United Arab Emirates) বা সংযুক্ত আরব আমিরাত এর একটি কারেন্সি। দুবাই মূলত একটি শহর, এটি কোন দেশ নয়।

আজকের দুবাই টাকার রেট বাংলাদেশ কত?

আজকের দুবাই টাকার রেট হল ৩৩ টাকা ৪৫ পয়সা। এটাকে দুবাই দিরহাম রেট (Dubai Dirham Rate) ও বলা হয়ে থাকে। অর্থাৎ দুবাই থেকে আপনি যদি ১ টাকা পাঠান তাহলে বাংলা টাকায় তা ৩৩ টাকা ৪৫ পয়সা হয়ে যাবে।

দুবাই টাকার রেট বিকাশ এ কত?

দুবাই টাকার রেট আজকে বিকাশে হল ৩৩ টাকা ৪৫ পয়সা। বর্তমানে দুবাই থেকে সরাসরি বাংলাদেশে বিকাশের মাধ্যমে টাকা পাঠানো যায়। এ ক্ষেত্রে দেখা যায় ব্যাংক থেকে রেট একটু কম বেশি হয়।

তবে বিকাশে টাকা পাঠালে ক্যাশ আউট চার্জটি মাথায় রাখতে হয়। ফলে বিকাশে টাকা পাঠানোর আগে অবশ্যই ব্যাংক এবং বিকাশ ২ টাই রেট ই যাচাই বাছাই করে নিবেন।

দুবাই ১ টাকা বাংলাদেশের কত টাকা? | ১ দিরহাম = কত টাকা?

১ দিরহাম

আজকের দুবাই ১ দিরহাম বাংলা টাকায় ৩৩ টাকা ৪৫ পয়সা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ১ টাকা পাঠানো হলে ৩৩ টাকা ৪৫ পয়সা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ৫ টাকা বাংলাদেশের কত টাকা?

৫ দিরহাম

আজকের দুবাই ৫ দিরহাম বাংলা টাকায় ১৬৭ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ৫ দিরহাম পাঠানো হলে ১৬৭ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ১০ টাকা বাংলাদেশের কত টাকা?

১০ দিরহাম

আজকের দুবাই ১০ দিরহাম বাংলা টাকায় ৩৩৪.৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ১০ দিরহাম পাঠানো হলে ৩৩৪.৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ২০ টাকা বাংলাদেশের কত টাকা?

২০ দিরহাম

আজকের দুবাই ২০ দিরহাম বাংলা টাকায় ৬৬৯ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ২০ দিরহাম পাঠানো হলে ৬৬৯ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ৫০ টাকা বাংলাদেশের কত টাকা?

৫০ দিরহাম

আজকের দুবাই ৫০ দিরহাম বাংলা টাকায় ১,৬৭২.৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ৫০ দিরহাম পাঠানো হলে ১,৬৭২.৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ১০০ টাকা বাংলাদেশের কত টাকা?

১০০ দিরহাম

আজকের দুবাই ১০০ দিরহাম বাংলা টাকায় ৩,৩৪৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ১০০ দিরহাম পাঠানো হলে ৩,৩৪৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ২০০ টাকা বাংলাদেশের কত টাকা?

২০০ দিরহাম

আজকের দুবাই ২০০ দিরহাম বাংলা টাকায় ৬,৬৯০ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ২০০ দিরহাম পাঠানো হলে ৬,৬৯০ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ৫০০ টাকা বাংলাদেশের কত টাকা?

৫০০ দিরহাম

আজকের দুবাই ৫০০ দিরহাম বাংলা টাকায় ১৬,৭২৫ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ৫০০ দিরহাম পাঠানো হলে ১৬,৭২৫ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা?

১০০০ দিরহাম

আজকের দুবাই ১০০০ দিরহাম বাংলা টাকায় ৩৩,৪৫০ টাকা। অর্থাৎ আজকের টাকার রেট অনুযায়ী দুবাই থেকে বাংলাদেশে ১০০০ দিরহাম পাঠানো হলে ৩৩,৪৫০ টাকা বাংলাদেশে সংগ্রহ করা যাবে। তাছাড়া টাকা থেকে দিরহাম এ রুপান্তর করার জন্যও একই পরিমাণ অর্থ গুণতে হবে।

দুবাই থেকে টাকা পাঠানোর সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন

১। অবশ্যই আজকের টাকার রেট অর্থাৎ ঐ দিনের দুবাই টাকার রেট জেনে নিবেন।

২। কয়েকটি অফিসিয়াল সোর্স থেকে জেনে নিবেন এই রেট, কারণ অনলাইনের ব্লগাররা অনেক সময় তথ্য হালনাগাদ করেন না অথবা ভুলে ভরা তথ্য দিয়ে রাখেন, তাই সাবধান।

৩। ব্যাংক, বিকাশ এবং অন্যান্য মাধ্যমে টাকা পাঠালে কেমন রেট পাওয়া যাবে তা সম্পর্কে সঠিক ভাবে জেনে নিবেন।

৪। টাকা পাঠানোর কয়েক দিন আগে থেকেই আমাদের পেজে রেট চেক করতে থাকবেন, যেদিন দেখবেন রেট বেশি পাচ্ছেন ঐ দিনই সাথে সাথে টাকা পাঠিয়ে দিবেন এতে আপনি লাভবান হবেন।

৫। হুন্ডি অথবা দালালদের মাধ্যমে টাকা পাঠানো থেকে বিরত থাকবেন, যদিও তারা রেট বেশি দিতে চায়। কিন্তু দেশের অর্থনীতিতে আপনার ভূমিকা রাখার ইচ্ছা থাকলে অফিসিয়াল ভাবে দেশে টাকা পাঠান।

দুবাই দিরহাম সম্পর্কিত আরও কিছু তথ্য

দুবাই দিরহাম

দুবাই দিরহাম

দুবাই দিরহাম বা The Dubai Dirham (AED) হল সংযুক্ত আরব আমিরাত বা United Arab Emirates (UAE) এর সরকারি মুদ্রা, দুবাই সহ। সাধারণত দুবাই দিরহাম কে AED অথবা ” د.إ ” এই চিহ্ন দিয়ে বুঝানো হয়। দিরহাম দুবাই এর অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং সংযুক্ত আরব আমিরাতের আর্থিক স্থিতিশীলতারও একটি প্রতিফলন দেখায়।

দুবাই দিরহাম এর ইতিহাস

সংযুক্ত আরব আমিরাতের একীকরণের পর ১৯৭৩ সালের মে মাসের ১৯ তারিখে, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম চালু করা হয়েছিল। নতুন মুদ্রা নিয়ন্ত্রণের জন্য প্রতিষ্ঠিত UAE কারেন্সি বোর্ড কাতারি রিয়াল এবং বাহরাইন দিনারকে দিরহামের সাথে প্রতিস্থাপন করেছে।

প্রাথমিক বিনিময় হার নির্ধারণ করা হয়েছিল ১ দিরহাম = 0.১৮৬৬২১ গ্রাম সোনা।

বিভিন্ন দেশের টাকার রেট

মার্কিন ডলার রেটমালয়শিয়ান রিংগিত রেটথাই বাত রেটসিঙ্গাপুর ডলার রেট
সৌদি রিয়াল রেটকাতার রিয়াল রেটওমান রিয়াল রেটকুয়েত দিনার রেট
কানাডিয়ান ডলার রেটবাহরাইন দিনার রেটইতালি ইউরো রেটইউরো রেট
পাউন্ড রেটভারতের রুপি রেটইন্দোনেশিয়ান রুপিয়াহ রেটজাপান ইয়েন রেট

আরও পড়ুন

শেয়ার করুন

Leave a Comment