আপনি কি থাইল্যান্ড যাওয়ার জন্য ভিসা করেছেন? অথবা ভিসা করবেন ভাবছেন? অথবা থাইল্যান্ডে ঘুরে আসতে কেমন খরচ তা জানতে চান? তাহলে এই পোস্টটি আপনার জন্য।
এই পোস্টে আমরা শুধু থাইল্যান্ড ভিসা চেক করাই না, এছাড়া যাবতীয় যা যা আপনার জানা দরকার থাইল্যান্ড ভ্রমণ নিয়ে তার সব কিছুই আমরা এই পোস্টে কভার করবো। থাইল্যান্ডের ভিসা করা থেকে শুরু করে, ভিসা চেক, ভিসা খরচ, এয়ার টিকেট, থাইল্যান্ডের জনপ্রিয় টুরিস্ট স্পট এবং থাইল্যান্ডে গিয়ে কি কি করবেন না এই সবকিছু আমরা আপনাদের জানিয়ে দিব।
তাছাড়া ৫ দিন, ৭ দিন অথবা ১০ দিন থাইল্যান্ড থাকতে চাইলে কেমন বাজেট রাখতে হবে তাও জানিয়ে দিব আমরা। তো চলুন শুরু করা যাক।
থাইল্যান্ড ভিসা আবেদন এবং প্রয়োজনীয় কাগজপত্র
থাইল্যান্ডে ভিসা আবেদন করার জন্য প্রথমেই আপনাকে যেসব কাগজপত্র রেডি রাখতে হবে তা হলোঃ
- আপনার পাসপোর্ট সর্বনিম্ন ৬ মাস মেয়াদসহ
- ব্যবসায়ী হয়ে থাকলে ব্যবসার ট্রেড লাইসেন্স, ইংলিশে ট্রান্সলেট করে নোটারি করে নিতে হবে
- আপনার ভিজিটিং কার্ড এবং ব্যবসা প্রতিষ্ঠানের একটি প্যাড
- চাকরিজীবী হলে NOC Letter এবং আপনার উক্ত প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ড ও একটি প্যাড
- ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
- সর্বনিম্ন ৭০,০০০ টাকা নিজের ব্যাংক একাউন্টে থাকতে হবে
এ সকল কাগজপত্র নিয়ে আপনাকে থাইল্যান্ডের ভিসা অফিসে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনাকে ফোন দিবে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার জন্য। প্রশ্নগুলো হবে মূলত কাগজপত্র যেগুলো জমা দিয়েছেন সে সম্পর্কিত এবং থাইল্যান্ড কেন যাচ্ছেন অথবা কি কারণে যাচ্ছেন তাও জিজ্ঞেস করতে পারে।
বিশেষ দ্রষ্টব্যঃ এমবাসি থেকে ফোন দিলে যদি ফোন রিসিভ করতে না পারেন তাহলে ভিসা আপনাকে নাও দিতে পারে। অতএব, সাবধান!
থাইল্যান্ড ভিসা চেক
উপরে যাবতীয় কাজ সবকিছু ঠিকঠাক থাকলে, কিছু দিনের মধ্যেই আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার ভিসা হয়েছে কিনা। তাছাড়া অনলাইনে আপনি নিজে নিজেই চেক করতে পারবেন। অনলাইনে চেক করতে হবে প্রথমেই আপনাকে নিচের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
http://thaivisabd.com/tracking/tracking.php
এখানে প্রবেশ করার পর নিচে দেওয়া ছবির মত একটি পেজ দেখতে পাবেন।
এখন এখানে আপনার Application Reference Number টি খালি ঘরে বসিয়ে দিয়ে Track বাটনে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথেই এখানে আপনার ভিসা সংক্রান্ত আপডেট দেখতে পাবেন।
থাইল্যান্ড এয়ার টিকেট
থাইল্যান্ড যাওয়ার অবশ্যই একমাস আগে এয়ার টিকেট কিনে রাখবেন। এতে দাম তুলনামূলক কম পরবে।
সাধারণত টিকেটের দাম ৩০,০০০ টাকা থেকে ৫২,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে (সুবর্নভুমি এয়ারপোর্টে ল্যান্ড করলে)। যদি হলিডে অথবা কোন ফেস্টিভ্যাল পরে যায় তাহলে টিকেটের দাম আরও বেশি হতে পারে। তাই যত আগে থেকে টিকেট কেটে রাখবেন তত ভালো।
থাইল্যান্ড ভ্রমণ খরচ
থাইল্যান্ড ৫ দিন ভ্রমণ করার জন্য মাথা প্রতি সর্বনিম্ন ৫০,০০০ থেকে ৬০,০০০ টাকা রাখা উচিত। এ টাকায় ঘুরাঘুরি, যাতায়াত খরচ, খাওয়া দাওয়া এবং শপিং করা যাবে। তবে যেকোন মুহূর্তে এই সংখ্যা বেড়ে যেতে পারে। তাই ৫-১০ হাজার টাকা হাতে বাড়তি রাখা ভালো। তা ছাড়া ৭ দিন এবং ১০ দিনের হিসাব করলে এই টাকা থেকে দ্বিগুণ টাকা হাতে রাখতে হবে।
থাইল্যান্ডের জনপ্রিয় ৫টি স্থান ভ্রমণকারীদের জন্য
১) ব্যাংকক
২) পাটায়া সি বিচ
৩) চ্যাং মাই
৪) ফুকেট
৫) ক্রাবি
থাইল্যান্ডে গিয়ে যা করবেন এবং করবেন না
- যে কোন মন্দির অথবা ধর্মীয় জায়গায় ঘুরতে গেলে অবশ্যই শালীন পোশাক পড়ে যাবেন।
- মন্দির অথবা বাসায় কখনো জুতা পড়ে প্রবেশ করবেন না।
- ওখানে কখনো কারও মাথায় হাত দিবেন না, কারণ থাইল্যান্ডের মানুষ মাথাকে শরীরের সবচেয়ে পবিত্র জায়গা মনে করে।
- বয়বৃদ্ধ কোন মানুষের সাথে দেখা হলে, মাথা হালকা নত করে তাদের অভিবাদন করুন। এটাকে তারা ভদ্রতার চোখে দেখে।
থাইল্যান্ডের জনপ্রিয় খাবার
থাই কুইজিন (Thai Cuisine) বিশ্বব্যাপী বিখ্যাত এর চমৎকার স্বাদ এবং সুগন্ধযুক্ত মশলার জন্য। তাই নিচে দেওয়া খাবারগুলো অবশ্যই টেস্ট করার ট্রাই করবেন।
১) Pad Thai
২) Tom Yum Goong (চিংড়ির ঝাল স্যুপ)
৩) Green Curry
৪) Som Tum
আশা করছি আপনার থাইল্যান্ডের যাত্রা অনেক চমৎকার হবে। এই পোস্টটি যদি আপনাকে একটু হলেও সাহায্য করে থাকে তাহলে এটি ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।
আরও পড়ুন
- কানাডা ভিসা Application Status চেক করার নিয়ম ২০২৪
- ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম ২০২৪
- ইতালি ভিসা খরচ 2024 – ইতালি যেতে কত টাকা লাগে