আপনারা যারা চাকুরিজীবী রয়েছেন তাদের অনেকেরেই হয়তো মনে হয় বেতনটা যদি আরেকটু বেশি হতো!! তাই যারা চাকরির বেতন বৃদ্ধি করার জন্য আবেদন করতে চান তারা একটি যুক্তিযুক্ত আবেদন পত্র লিখে অফিসের ম্যানেজারের মাধ্যমে আবেদন জানাতে পারেন।
অনেক কর্মচারী রয়েছে যারা দীর্ঘ অনেক বছর যাবত সততা, ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে তবুও বেতন বাড়েনি। অনেকে আবার মুখে বেতন বাড়ানোর কথা বলতে লজ্জা পান। তাই আপনি বেতন বৃদ্ধির কথা একটি আবেদন পত্রের মাধ্যমে সুন্দরভাবে বলতে পারেন।
বেতন বৃদ্ধির আবেদন কীভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে হয় তা নিম্নে সঠিক নিয়ম অনুসারে বিস্তারিত আলোচনা করা হলো। আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে আশা করি বুঝতে পারবেন কোন ধরনের পেশায় কীভাবে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে হয়।
বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র
বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র লেখার আগে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমনঃ আপনার বর্তমান চাকুরিতে পদবী, চাকুরির বয়স কতদিন ইত্যাদি উল্লেখ করতে হবে। এছাড়া নিম্নোক্ত নিয়মগুলো অনুসরণ করতে হবে-
- আবেদনের তারিখ ( আবেদনপত্র যেদিন লিখবেন ওই দিনের তারিখ দিতে হবে)।
- প্রাপক/ বরাবর (যার কাছে আবেদন লিখছেন তার নাম, পদবী ও ঠিকানা উল্লেখ করতে হবে)
- আবেদনের বিষয় লিখা।
- জনাব/ স্যার/ ম্যাডাম/ মহোদয়/ সম্ভাষণ ইত্যাদি দিয়ে সম্বোধন করতে হবে।
- আবেদনের বিষয় গঠনমূলকভাবে বিস্তারিত বর্ণনা করতে হবে।
- আবেদনকারীর নাম, ঠিকানা দিতে হবে।
এরপর আবেদন পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে।
শিক্ষকের বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্রের নমুনা
তারিখ: ২৩/১০/২০২৪ খ্রিঃ
বরাবর
প্রধান শিক্ষক
ছোলমাইদ হাই স্কুল এন্ড কলেজ
ভাটারা, ঢাকা-১২১২
বিষয়: বেতন বৃদ্ধির জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি করিম আহমেদ, আপনার প্রতিষ্ঠানে বর্তমানে একজন সহকারী শিক্ষক হিসেবে বিগত ৭ বছর যাবত কর্মরত আছি। কর্মরত অবস্থায় আমি সর্বদা ন্যায় ও সততার সাথে কাজ করে এসেছি এবং আমি আমার দায়িত্বগুলো সচেতনতার সাথে সুষ্ঠভাবে পালন করেছি। পড়াশোনার ক্ষেত্রে যেকোন সমস্যায় সব সময় শিক্ষার্থীদের পাশে থেকেছি। তবে দুঃখের বিষয় হলো, এত বছর যাবত সব দায়িত্ব যথাযথভাবে পালন করা সত্বেও আমার মাসিক বেতন ৩০ হাজার টাকা রয়ে গিয়েছে। এই বেতনে পরিবারের ভরণপোষণ, ছেলেমেয়ের পড়াশোনার খরচসহ অন্যান্য খরচ চালানো আমার পক্ষে অনেক কঠিন হয়ে পরেছে।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, এমতাবস্থায় আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
বিনীত
করিম আহমেদ
সহকারী শিক্ষক
গনিত ডিপার্টমেন্ট
মাদ্রাসায় বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র
তারিখ: ২৩/১০/২০২৪ খ্রিঃ
বরাবর,
প্রধান শিক্ষক
সাইদ নগর জামিয়া মাদ্রাসা
সাইদ নগর, ভাটারা, ঢাকা-১২১২।
বিষয়: বেতন বৃদ্ধির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি করিম আহমেদ, আপনার স্বনামধন্য প্রতিষ্ঠান সাইদ নগর জামিয়া মাদ্রাসায় বিগত ৫ বছর যাবত মসজিদের খেদমতে নিয়োজিত আছি। আমার মাসিক বেতন খুবই অল্প মাত্র ১৫ হাজার টাকা। এই বেতনে আমার পরিবারের ভরণপোষণ খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পরেছে। তাই আমার বেতন কিছুটা বৃদ্ধি করা হলে খুব উপকৃত হতাম।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করলে আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক
করিম আহমেদ
সহকারী শিক্ষক
সাইদ নগর জামিয়া মাদ্রাসা
মসজিদের ইমামের বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র
তারিখ: ২৩/১০/২০২৪ খ্রিঃ
বরাবর,
সাইদ নগর মসজিদ কমিটি
সাইদ নগর জামিয়া মাদ্রাসা
সাইদ নগর, ভাটারা, ঢাকা-১২১২।
জনাব,
যথাবিহীত সম্মানপূর্বক নিবেদন এই যে, আমি করিম আহমেদ আপনাদের সাইদ নগর জামিয়া মাদ্রাসায় বিগত ৫ বছর যাবত ইমামতী করছি। প্রথম দিকে আমার বেতন ছিলো ১০ হাজার টাকা। সময়ের সাথে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এই সামান্য বেতনে আমার পরিবার চালানো কষ্টদায়ক হয়ে পরেছে। তাই আমার মাসিক বেতন বৃদ্ধি করা হলে খুব উপকৃত হতাম।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, এমতাবস্থায় আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার বেতন বৃদ্ধি করলে আপনার নিকট কৃতজ্ঞ থাকব।
বিনীত
করিম আহমেদ
ইমাম
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির আবেদন পত্র
আমাদের দেশে বেতন নিয়ে বৈষম্যের শিকার সবচেয়ে বেশি হন গার্মেন্টস শ্রমিকরা। অনেক সময় তাদেরকে ঠিক মত বেতনও দেওয়া হয় না। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করার জন্য গার্মেন্টস পরিচালনা পরিষদ এর কাছে একটি আবেদন করতে হবে। নিম্নের আবেদনটি অনুসরণ করে গার্মেন্টসে বেতন বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন।
তারিখ: ২৩/১০/২০২৪ খ্রিঃ
বরাবর,
পরিচালনা পরিষদ
তাহসিন গার্মেন্টস এন্ড কোম্পানি লিমিটেড
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
বিষয়ঃ শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য আবেদন
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি করিম আহমেদ, আপনার এই গার্মেন্টস প্রতিষ্ঠানে দীর্ঘ ৬ বছর যাবত সততার সাথে, সময়ানুবর্তী হয়ে কাজ করছি। আমার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি এই প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য কাজ করেছি। কিন্তু আমার বেতন তুলনামূলকভাবে কম, এই বেতনে আমার সংসার চালানো খুব কষ্টদায়ক। আমি আমার পরিবারের সকল চাহিদা ঠিকমত পূরণ করতে পারছি না।
অতএব, জনাবের নিকট আকুল আবেদন এই যে, এমতাবস্থায় আমার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমার মাসিক বেতন বৃদ্ধি করলে আপনার নিকট সু-মর্জি হয়।
নিবেদক
করিম আহমেদ
আইডি নাম্বারঃ……….
উক্ত কোম্পানিতে আপনার পদ
এভাবে আপনি আপনার বেতন বৃদ্ধির জন্য আবেদন পত্র লিখতে পারেন।
FAQ
১। বেতন বৃদ্ধির জন্য ইমেইল কীভাবে লিখতে হয়?
উঃ বেতন বৃদ্ধির জন্য আপনি অফিসের ম্যানেজারের কাছে ইমেইল পাঠাতে পারেন। আবেদন পত্রের মত করে আপনার বেতন বৃদ্ধি করার কারণ, কোম্পানিতে আপনার পদ, আপনার দ্বারা কোম্পানির কি কি সুফল এসেছে এসমস্ত বিষয় উল্লেখ করবেন। অতঃপর আপনার অফিসের ইমেইল এড্রেসে ইমেইলটি পাঠিয়ে দিবেন।
২। বেতন বৃদ্ধির জন্য কিভাবে চিঠি লিখতে হয়?
উঃ বেতন বৃদ্ধি করার জন্য আবেদন পত্র বা চিঠি যেটাই লিখুন কিছু বিষয় উভয় ক্ষেত্রেই আপনাকে উল্লেখ করতে হবে। যেমনঃ আপনার পদ, কত বছর ধরে চাকরি করছেন, কিসের জন্য বেতন বৃদ্ধি করার প্রয়োজন উল্লেখ করতে হবে। উক্ত প্রতিষ্ঠানে আপনার কি কি অবদান আছে সেগুলোও বর্ণনা করতে হবে। এভাবে লিখলে আপনার আবেদনটি গ্রহণযোগ্যতা পাবে এবং আপনার বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও অনেকটুকু বেড়ে যাবে।