কানাডা ভিসা Application Status চেক করার নিয়ম ২০২৪

আপনি যদি কানাডা ভিসার জন্য আবেদন করে থাকেন এবং এই মুহূর্তে আপনার এপ্লিকেশন স্ট্যাটাস কি এটা জানতে চান তাহলে এই পোস্টটি আপনার জন্য। যেহেতু আপনি আপনার ভিসার আবেদনের ফলাফলের জন্য অপেক্ষা করছেন, তার অবস্থা সম্পর্কে অবগত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সৌভাগ্যবশত, কানাডা সরকার একটি সুবিধাজনক অনলাইন পোর্টাল তৈরি করে রেখেছে যেখানে আবেদনকারীরা তাদের বাড়িতে বসেই তাদের ভিসা আবেদনের বর্তমান অবস্থা ট্র্যাক করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক।

কানাডা ভিসা চেক করার ৫টি ধাপঃ

১) ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ

প্রথমেই আপনি আপনার পছন্দের যেকোন একটি ব্রাউজারে প্রবেশ করে নিচে উল্লিখিত লিঙ্কে প্রবেশ করুন।

https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application/check-status.html

পেজটি দেখতে নিচে দেয়া ছবির মত হবে।

কানাডা ভিসা চেক প্রসেস ১

২) আপনার ভিসা ক্যাটাগরি সিলেক্ট করুন

ওয়েবসাইটে প্রবেশ করার পর নিচে দেওয়া ছবির মত একটি পেজ আসবে, এখানে এরো দিয়ে দেখানো ড্রপ ডাউন মেনুতে ক্লিক করুন।

কানাডা ভিসা চেক প্রসেস ২

ক্লিক করার পর কিছু অপশন দেখাবে নিচে দেওয়া ছবির মত। এখানে আপনি আপনার ভিসা আবেদনের নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করুন এবং তারপর Continue বাটনে ক্লিক করুন।

Continue বাটনে ক্লিক করার পর একটি নতুন পেজ আসবে, সেই পেজে একটু নিচে স্ক্রল করলেই
Sign in to your account অপশনটি আসবে। এই অপশনে ক্লিক করলে আবার একটি নতুন পেজে নিয়ে যাবে।

কানাডা ভিসা চেক প্রসেস ৩

৩) আপনার ভিসা একাউন্টে সাইন ইন করুন

নতুন পেজে আসার পর নিচে স্ক্রল করলেই GCKey username and password দিয়ে সাইন ইন করার অপশন আসবে। এই অপশনে ক্লিক করুন।

কানাডা ভিসা চেক প্রসেস ৪

ক্লিক করার পর Username এবং password দেওয়ার অপশন আসবে। এখানে এই ২টি ঘর পূরণ করুন এবং সাইন ইন বাটনে ক্লিক করুন।

কানাডা ভিসা চেক প্রসেস ৫

দেখুনঃ

৪) আপনার ভিসার তথ্য যাচাই করুন

সাইন ইন করলে সাথে সাথেই আপনাকে নিচে দেয়া ছবির মত Application Status Tracker পেজে নিয়ে যাবে।

কানাডা ভিসা চেক ১

Application Status Tracker পেজের নিচে View application history নামে একটি লিংক দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে আপনি নিচে দেয়া ছবির মত একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনার Application সম্পর্কিত যাবতীয় তথ্য দেয়া থাকবে।

কানাডা ভিসা চেক ২

এই পেজে আপনাকে সব কিছুর লাইভ আপডেট দিয়ে দিবে। অর্থাৎ এই মুহূর্তে আপনার এপ্লিকেশন ঠিক কোন পর্যায়ে আছে এবং কি কি ডকুমেন্ট চেক করা হয়েছে বা হয়নি সব দেখাবে। এখানে যদি আপনি কিছু দেখতে না পান তাহলে বুঝতে পারবেন যে আপনার এপ্লিকেশন কখনো তাদের কাছে দেওয়া হয়নি।

৫) কানাডা ভিসা এপ্রুভ হয়েছে কিনা চেক করুন

উপরের সবগুলো ধাপ সঠিকভাবে সম্পন্ন হলে আপনি এবার চেক করবেন যে আপনার ভিসা এপ্রুভ করা হয়েছে কিনা। এজন্য আপনাকে আপনার একাউন্টে পুনরায় লগ ইন করতে হবে এবং তারপর View your profile বাটনে ক্লিক করতে হবে। এই বাটনে ক্লিক করার পর নিচে দেয়া ছবির মত একটি পেজ আসবে। এখানে Documents status বাটনে ক্লিক করলে নিচে Study Permit details দেখতে পাবেন। এখানে আপনি কত দিন কানাডা থাকতে পারবেন তার ডিটেইলস দেয়া থাকবে।

কানাডা ভিসা চেক

এই পেজে যদি কিছু না দেখতে পান, তাহলে বুঝতে পারবেন যে আপনার ভিসা এপ্রুভ হয়নি।

পরিশেষে

ধৈর্য্য ধরে সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। কানাডা ভিসা পাওয়া একটি জটিল প্রক্রিয়া এবং এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। তাই আশা করছি আপনার কানাডা যাওয়ার স্বপ্ন পূরণ হবে এবং ইতিমধ্যে আপনি যদি কানাডা যাওয়ার ভিসা পেয়ে থাকেন তাহলে আপনাকে অভিনন্দন। আশা করছি এই পোস্টটি আপনাদের উপকারে এসেছে। যদি না এসে থাকে তাহলে নিচে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।

আরও দেখুনঃ

শেয়ার করুন

Leave a Comment