Hostinger Cloud Hosting মাত্র ২০০০ টাকায়!

আমরা Trendy News BD এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ধামাকা অফার!

আমাদের থেকে এই হোস্টিং প্ল্যান কেন কিনবেন?

প্রথমত এটি হচ্ছে Hostinger কোম্পানি এর। আপনারা যারা Hosting নিয়ে একটু আকটু জানেন কিংবা বর্তমানে ব্যবহার করছেন তারা সবাই জানেন যে Hosting এর জগতে Hostinger ওয়ান অফ দ্যা বেস্ট।

এখন আমরা দিচ্ছি বলে তারা বেস্ট ব্যাপারটা এমন নয়। আপনি নিজে অনলাইনে অথবা YouTube থেকে Hostinger এর রিভিউ দেখে নিতে পারেন।

তাছাড়া Hostinger এর বেস্ট প্যাকেজ গুলোর মধ্যে Cloud Hosting একদম শীর্ষে। অর্থাৎ এর uptime নিয়ে আপনাদেরকে কোন চিন্তাই করতে হবে না।

তাছাড়া আপনারা পাবেন আমাদের থেকে 24/7 সাপোর্ট। যেকোন মুহূর্তে যেকোন সমস্যার সম্মুখীন হলে সাথে সাথেই আমাদের টিম মেম্বাররা আপনাদের সমস্যাটি সমাধান করে দিবে।

আপনার Website এর লোডিং স্পিড একদম কমিয়ে দিবে অর্থাৎ বাংলাদেশের দেশীয় হোস্টিং গুলো থেকে এই হোস্টিং এর response time অনেক ফাস্ট।

তাছাড়া দেশীয় কম্পানি গুলো আপনাকে বলবে যে ৯৯.৯৯% uptime, কিন্তু বাস্তবে চিত্র একদম ভিন্ন। কিন্তু Hostinger এ আপনার ওয়েবসাইট সার্ভারের কারনে সমস্যা হওয়ার কোন সুযোগ নেই। কারণ এটি একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কম্পানি।

Cloud Hosting এ স্পেশাল কি আছে?

এর স্পেশালিটি হল Uptime এবং Speed।

অর্থাৎ আপনার ওয়েবসাইটে যতই লোড পরুক না কেন, এতে মোটেও আপনার ওয়েবসাইট স্লো হয়ে যাবে না। এবং Google এর কাছে একটা সাইটের স্পিড কেমন তা খুবই গুরুত্বপূর্ণ।

এজন্য একটু খেয়াল করলে দেখবেন যে Google সার্চের প্রথম পেজে যে ওয়েবসাইট গুলো থাকে সেগুলো কখনোই লোড নিতে বেশি সময় নেয় না।

কারণ টা কি জানেন? খুবই সহজ! যেসকল ওয়েবসাইট লোড নিতে বেশি সময় নেয়, Google ঐ ওয়েবসাইট গুলোকে কখনও প্রথম পেজে দেখাবে না।

তাছাড়া ওয়েবসাইটের লোডিং স্পিড Google এর কাছে একটা Ranking Signal!

তাই লোডিং স্পিড যত কম আপনার ওয়েবসাইট ঠিক ততটাই উপরে থাকবে।

কি কি আছে এই হোস্টিং প্ল্যানে?

এই হোস্টিং প্ল্যানে যা যা পাবেন তা নিম্নে দেওয়া হলঃ

সময়ঃ১ বছর
ওয়েবসাইটঃ১টি
স্টোরেজ টাইপঃ৫জিবি NVMe (faster than SSD!)
র‍্যামঃ৩জিবি
সিপিউ কোরঃ
আপটাইমঃ৯৯.৯%
সাপোর্টঃ২৪/৭
দামঃ২০০০টাকা

ওয়েবসাইট রানিং হওয়ার আগে টাকা দিতে হবে?

অবশ্যই না! হ্যাঁ ঠিক শুনেছেন। আমরাই সম্ভবত বাংলাদেশে প্রথম কম্পানি যারা টাকা নেওয়ার পূর্বে সব কিছু সেটাপ করে দেই। এবং আপনার সবকিছু পছন্দ হলে এবং আপনার ওয়েবসাইট সফলভাবে চলতে শুরু করলেই কেবল আমরা আপনাদের থেকে টাকা নিব।

ওয়েবসাইট রানিং হওয়ার পূর্বে আমরা একটি টাকাও আপনাদের থেকে নিব না এবং এটা আমরা কথা দিচ্ছি!

আগে আপনি আপনার হোস্টিং এবং যাবতীয় সকল বিষয়াদি বুঝে নিবেন তারপর আমাদেরকে পেমেন্ট করবেন।

কেনার জন্য কিভাবে যোগাযোগ করবেন?

আমাদেরকে নিচে দেওয়া লিংকগুলো থেকে যোগাযোগ করবেন। এই লিংকগুলোর বাহিরে অন্য কোন যোগাযোগ মাধ্যম আমাদের নেই। এর যেকোন একটিতে যোগাযোগ করে আমাদের থেকে এই হোস্টিং কিনতে পারবেন।

মোবাইলঃ +8801983859388

WhatsApp: +8801983859388 (Manjurul Islam Tamim)

Facebook: https://www.facebook.com/mtalha22

Telegram: @mehedit

X/Twitter: https://x.com/IamTamim123

Email: trendynewsbd2023@gmail.com

আমার সংক্ষিপ্ত পরিচয়

Mehedi Hasan Talha

আমি মেহেদী হাসান তালহা। বর্তমানে United International University এর ৪র্থ বর্ষের ছাত্র। আমি Computer Science & Engineering নিয়ে অধ্যয়ন করছি। আমি একজন Website Developer এবং SEO Expert। এখন পর্যন্ত Upwork এ আমার ১ হাজার ডলারের অধিক আর্নিং হয়েছে। এবং মার্কেট প্লেসের বাহিরে ৫ হাজার ডলারের অধিক। পড়ালেখার চাপে ২০২১ সালের পর আর ফ্রিল্যান্সিং করা হয়নি। চাইলে আমার Upwork profile ঘুরে দেখে আসতে পারেন। যেহেতু আমি নিজে এই Domain Hosting নিয়ে বিগত ৬ বছর ধরে কাজ করছি এবং অসংখ্য কম্পানি এর Hosting ব্যবহার করেছি। এর মধ্য থেকে রিজনেবল দামে সবচেয়ে সেরা Hosting মনে হয়েছে এই Hostinger. তাই অল্প দামের মধ্যে যেন সবাই Hostinger ব্যবহার করতে পারে সেই লক্ষ্য নিয়েই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা।

শেয়ার করুন

Leave a Comment