ওমান ভিসা চেক করার নিয়ম

আপনি যদি ওমান যাওয়ার জন্য ভিসা করে থাকেন তাহলে তা কিভাবে অনলাইনে দেখবেন তা এই ব্লগ পোস্টে দেখানো হয়েছে।

ওমান ভিসা চেক করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ

১) Visa Application Number বা ভিসা এপ্লিকেশন নাম্বার
২) Travel Document Number বা পাসপোর্ট নাম্বার
৩) Document’s Nationality বা আপনার জাতীয়তা
৪) Text Verification বা ক্যাপচা পূরণ

ওমান ভিসা চেক করার ধাপসমূহঃ

১) ওয়েবসাইটে প্রবেশঃ

প্রথমেই ব্রাউজার থেকে আপনাকে ওমান ভিসার নিচে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।

https://evisa.rop.gov.om/en/track-your-application

এটি ওমান ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট।

২) আপনার তথ্য প্রদানঃ

উপরোক্ত লিঙ্কে প্রবেশ করার পর আপনি নিম্নে দেওয়া ছবির মত একটি পেজ দেখতে পাবেন।

ওমান ভিসা চেক ওয়েবসাইট

এখানে আপনি একে একে, Visa Application Number, Travel Document Number, আপনার জাতীয়তা এবং ক্যাপচা পূরণ করবেন।

এই ৪টা জিনিস পূরণ করার পর Search বাটনে ক্লিক করবেন।

৩) ভিসার তথ্য যাচাইঃ

সার্চ বাটনে ক্লিক করার পর আপনি নিচে বক্স করে দেখানো ছবির মত কিছু নতুন তথ্য দেখতে পাবেন।

oman visa check

আপনার ভিসা যদি হয়ে থাকে তাহলে এখানে লাল বক্সে দেখানো Status – Approved দেখাবে। অর্থাৎ আপনার ভিসা সফলভাবে হয়ে গেছে। অন্যথায় আপনার ভিসা হয়নি অথবা পেন্ডিং আছে।

৪) ভিসার ধরন যাচাইঃ

টুরিস্ট ভিসা অথবা কাজের ভিসা যেটার জন্য আপনি ভিসা এপ্লাই করেছেন সেটা পেয়েছেন কিনা চেক করতে প্রথমে আপনি আপনার Payment Receipt ডাউনলোড করুন। কারণ এই রিসিপ্টে আপনি দেখতে পাবেন যে আপনাকে কোন ধরনের ভিসা দেওয়া হয়েছে। পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড করতে নিচে ছবিতে দেখানো বাটনে ক্লিক করুনঃ

oman visa payment receipt download

বাটনে ক্লিক করার পর দেখবেন একটি pdf ফাইল ডাউনলোড হয়েছে। সেটি ওপেন করুন। ওপেন করার পর নিচে দেখানো ছবির মত একটি পেজ দেখতে পাবেন।

ভিসার ধরন যাচাই

এখানে গোল করে দেখানো কমলা রঙের বক্সের দিকে খেয়াল করুন। এটি হচ্ছে ভিসা টাইপ। এরো দিয়ে দেখানো জায়গায় যদি আপনি Resident দেখতে পান তাহলে বুঝবেন আপনি ওমানে কাজ করার ভিসা পেয়েছেন। আর যদি Tourist লেখাটি দেখতে পান তাহলে আপনি ভ্রমণ করার ভিসা পেয়েছেন।

আরও দেখতে পারেনঃ

শেয়ার করুন

Leave a Comment