আমরা যারা বিদেশে পড়াশোনা, ভ্রমণ, চিকিৎসা অথবা কাজের জন্য যেতে চাই তাদের সবাইকে পাসপোর্ট করতে হয়। পাসপোর্টের জন্য আবেদন করা থেকে শুরু করে পাসপোর্ট এর স্ট্যাটাস চেক করা সবকিছুই এখন ঘরে বসে অনলাইনে করা যায়। কিন্তু অনেকেই জানে না কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে হয়। দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তথ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যায় এবং হয়রানির শিকার হতে হয়।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কেবল পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনার পাসপোর্ট স্ট্যাটাস যাচাই পারবেন না। অনলাইনে যেসব ওয়েবসাইটে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার বিভিন্ন নিয়ম আলোচনা করেছে তার বেশিরভাগই ঠিক নয়। আপনার পাসপোর্ট বৈধ কিনা অথবা পাসপোর্ট আসল নাকি জাল এই বিষয়গুলো চেক করার জন্য কোন সরকারি ওয়েবসাইট বা সার্ভার নেই।
তাই আপনাদের সুবিধার্থে আজকের এই আর্টিকেলে আমি আপনাদের সাথে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার সঠিক পদ্ধতিটি নিয়ে আলোচনা করব। আপনার পাসপোর্ট বৈধ নাকি অবৈধ, আদৌ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করা যায় কিনা তা বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার বিষয়টি নিয়ে যে সমস্ত ভুল ধারণা রয়েছে তা দূর হয়ে যাবে।
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক
ডিজিটাল যুগে আপনি ঘরে বসে কয়েক মিনিটের মধ্যেই আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করে নিতে পারেন। আপনার হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজারে যেয়ে এই লিংকে www.old.bmet.gov.bd ঢুকে আপনি পাসপোর্ট যাচাই করতে পারবেন। এখন আপনার পাসপোর্টটি বৈধ কিনা তা কিভাবে চেক করতে হয় তা জেনে নিই-
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার ধাপগুলো নিচে বর্ণনা করা হলোঃ
ধাপ-১ঃ
প্রথমে মোবাইল অথবা কম্পিউটারে যেকোন একটি ব্রাউজারের সার্চবারে যেয়ে http://www.old.bmet.gov.bd/ এটি লিখে সার্চ করুন। এরপর হোম পেইজের উপরের মেনুবার থেকে searching অপশনে ক্লিক করুন।
ধাপ-২ঃ
searching option এ click করার পর নিচের ছবির মত একটি পেইজ আসবে।
এরপর Pass Id লিখা বক্সে আপনার পাসপোর্ট নাম্বার এবং DoB লেখা বক্সে আপনার জন্মতারিখ সঠিকভাবে টাইপ করুন। একটি বিষয় খেয়াল রাখবেন আপনার জন্মতারিখ পাসপোর্টে যেটি দেওয়া আছে সেটিই যেন হয়।
ধাপ-৩ঃ
দুটি ইনফরমেশন ঠিকভাবে দেওয়ার পর Find অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার পাসপোর্টের যাবতীয় ইনফরমেশন দেখতে পাবেন।
এইভাবে আপনি আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করতে পারবেন। আপনার যদি BMET তে আগে থেকেই অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার পাসপোর্ট চেক করতে পারবেন। যারা বিদেশ যাওয়ার আগে BMET প্রশিক্ষণ কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং যাদের BMET সনদপত্র অনলাইনে রয়েছে অর্থাৎ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা আছে তাদের জন্য এই পদ্ধতিটি প্রযোজ্য।
বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করা না থাকলে করণীয়
যাদের বিএমইটি (BMET) রেজিস্ট্রেশন করা নেই তারা পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে অফলাইনে সরাসরি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার পাসপোর্টটি বৈধ কিনা তা জানতে হবে। এই পদ্ধতি ছাড়া অন্য কোন উপায়ে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট অনলাইনে যাচাই করা যায় না। সেজন্য পাসপোর্ট কার্যালয়ে গিয়ে অফিসারের সাথে সরাসরি কথা বলতে হবে। সরাসরি কথা বলে যদি কাজ না হয় তাহলে লিখিত আবেদন করতে পারবেন।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট স্ট্যাটাস চেক করুন
পাসপোর্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনার ডেলিভারি স্লিপে থাকা অ্যাপ্লিকেশন আইডিটি প্রয়োজন হবে। এটি সাধারণত ১৩ ডিজিটের হয়ে থাকে। এছাড়া আপনার পাসপোর্টে থাকা জন্মতারিখও লাগবে পাসপোর্ট স্ট্যাটাস যাচাই করার জন্য।
ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট চেক করার নিয়ম নিচে আলোচনা করা হলোঃ
ধাপ-১ঃ
আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজারে যেয়ে সার্চবারে www.epassport.gov.bd লিখে সার্চ করুন। তারপর হোম পেইজ থেকে check status অপশনে ক্লিক করুন।
ধাপ-২ঃ
এরপর Application Id বক্সে নিজের এপ্লিকেশন আইডি নাম্বার এবং date of birth বক্সে নিজের জন্মতারিখ পাসপোর্ট অনুযায়ী টাইপ করুন।
ধাপ-৩ঃ
এরপর ক্যাপচাটি পূরণ করতে হবে এবং check অপশনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি আপনার পাসপোর্ট স্ট্যাটাস এর সবকিছু দেখতে পাবেন।
এভাবে ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্টের স্ট্যাটাস চেক করা যায় এবং আপনার আবেদনটি ঠিক আছে কিনা তা জানা যায় । আর আপনার পাসপোর্টের আবেদন যদি অনুমোদিত হয়ে থাকে তাহলে স্ট্যাটাস দেখে তা বুঝতে পারবেন।
আশাকরি এই আর্টিকেলের মাধ্যমে আপনারা যারা পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে পাসপোর্ট চেক করা যায় কিনা বা চেক করা গেলেও সেটি কিভাবে করতে হয় সে সম্পর্কে ধারণা পেয়েছেন। পাশাপাশি কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে হয় সেটিও জানতে পেরেছেন। আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকলে কমেন্ট করতে ভুলবেন না যেন!!