বর্তমানে যেকোন প্রয়োজনীয় কাগজপত্রের আবেদন থেকে যাচাই করা সব ঘরে বসে অনলাইনে করা যায়। আপনি যদি অনলাইনে বিমানের টিকেট বুক করে থাকেন এবং টিকেটের স্ট্যাটাস চেক করতে চান তাহলে আজকের পোসটটি আপানার জন্য।
বিদেশে যাওয়ার জন্য সবাইকে বিমানের টিকিট বুক করতে হয়। তবে সেই টিকেট এর ডিটেইলস জানার জন্য টিকেটের স্ট্যাটাস চেক করাটাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আন্তর্জাতিক বিমান সংস্থা হলো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনলাইনে টিকেট ক্রয় করতে পারবেন এবং টিকেট এর অবস্থা যাচাই করতে পারবেন।
টিকেট চেক করার মাধ্যমে আপনি আপনার ফ্লাইট এর সময়সূচী সম্পর্কে জানতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নেয়া যাক কীভাবে অনলাইনে বিমানের টিকেট চেক করতে হয়।
বিমানের টিকেট চেক করতে যা যা লাগবে
অনলাইনে বিমানের টিকেট চেক করার জন্য আপনার লাগবে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ, একটি মোবাইল বা কম্পিউটার। এছাড়া আরও কিছু ইনফরমেশন লাগবে সেগুলো হলোঃ
- আপনার নামের শেষ অংশ অর্থাৎ Last name/ SURNAME ।
- PNR number/ Reservation code ( টিকেট বুকিং করার সময় দেওয়া হয় )।
উপরের তথ্যগুলো জানা থাকলেই আপনি অনলাইনে বিমান টিকেটের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার টিকেট চেক করার পুরো প্রসেসটি জানার জন্য আর্টিকেলের পরবর্তী অংশটুকু মনোযোগ সহকারে পড়ুন।
অনলাইনে বিমানের টিকেট চেক করার নিয়ম
বর্তমানে আপনি ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে নিজের মোবাইল বা কম্পিউটার যেকোন ডিভাইস দিয়ে ২ মিনিটের মধ্যে বিমানের টিকেট চেক করতে পারবেন। ইন্টারনেটের সহজ প্রাপ্তির কারণে এখন যেকোন কাজ খুব সহজে এবং দ্রুততার সাথে করা যায়। বাহিরে যেয়ে অযথা সময় নষ্ট কিংবা কোন ঝামেলা পোহাতে হয় না।
তাই অনলাইনে কীভাবে বিমানের টিকেট চেক করতে হয় আজকের পোস্টে সে সম্পর্কে জানাবো। বিমানের টিকেট চেক করতে নিচের ধাপগুলো অনুসরণ করুনঃ
- প্রথমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইট biman-airlines.com ভিজিট করতে হবে।
- হোম পেইজের নিচের দিকে Web Check-in লেখা অপশনে ক্লিক করুন।
- এবার ৬ সংখ্যার PNR Number ইনপুট করতে হবে।
- তারপর আপনার নামের শেষ অংশ/ Last name লিখুন।
Search অপশনে ক্লিক করলে আপনার ফ্লাইট এর তথ্য দেখতে পাবেন।
আপনাদের সুবিধার্থে নিচে অনলাইনে বিমানের টিকেট চেক করার প্রক্রিয়াটি ছবিসহ ধাপে ধাপে বর্ণনা করা হলোঃ
ধাপ-১ঃ ওয়েবসাইটে প্রবেশ
প্রথমে আপনাকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট https://www.biman-airlines.com এ প্রবেশ করতে হবে। অথবা আপনি আপনার মোবাইল বা কম্পিউটার থেকে ব্রাউজারে গিয়ে biman-airlines.com লিখে সার্চ করুন। সার্চ রেজাল্টে আসা প্রথম ওয়েবসাইটে প্রবেশ করুন। তাহলে নিচের ছবির মত একটি পেইজ প্রদর্শিত হবে।
ধাপ-২ঃ PNR Number এবং নামের শেষ অংশ প্রদান
ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেইজ থেকে Web Check-in লিখা অপশনে ক্লিক করুন। আপনার PNR নাম্বার (৬ সংখ্যার) ইনপুট করুন। তারপর টিকেট বুকিং করার টাইমে দেয়া আপনার নামের শেষ অংশ/ Last name লিখে সার্চ করুন।
তাহলে আপনি আপনার ফ্লাইটের ইনফরমেশন চেক করতে পারবেন।
টিকেট নাম্বার দিয়ে ফ্লাইট ইনফরমেশন চেক
টিকেট নাম্বার দিয়েও ফ্লাইট ইনফরমেশন চেক করা যায়। টিকেট নাম্বার দিয়ে ফ্লাইট ইনফরমেশন চেক করার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ
- প্রথমে বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইটে (biman-airlines.com) ভিজিট করে web check-in অপশনে ক্লিক করুন।
- এখন Ticket number অপশনটি সিলেক্ট করুন এবং 13 ডিজিটের টিকেট নাম্বারটি ইনপুট করুন।
- তারপর নামের শেষ অংশ ( Last name/ Surname ) লিখে সার্চ করলেই আপনি আপনার ফ্লাইটের ডিটেইলস চেক করতে পাবেন।
বিমান ফ্লাইট স্ট্যাটাস চেক
আপনি ওয়েবসাইট থেকে ফ্লাইট স্ট্যাটাসও চেক করতে পাড়বেন। এখন ঘরে বসেই খুব সহজে আপনি ফ্লাইট স্ট্যাটাস চেক করতে পারবেন।
- ফ্লাইট স্ট্যাটাস চেক করার জন্য প্রথমে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইট- biman-airlines.comভিজিট করতে হবে।
- Flight Status অপশন নির্বাচন করুন।
- Flying from ( কোন এয়ারপোর্ট থেকে যাচ্ছেন ) Flying To ( কোন এয়ারপোর্টে গিয়ে নামবেন) select করুন।
- শেষে তারিখ নির্বাচন করুন। তাহলেই আপনার ফ্লাইট স্ট্যাটাস চেক করতে পারবেন।
বিমানের ফ্লাইট শিডিউল চেক
এখন আপনাকে ফ্লাইট শিডিউল জানার জন্য বিমান এয়ারলাইন্সের অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে বিমান সংস্থার ওয়েবসাইট থেকে ফ্লাইট শিডিউল জেনে নিতে পারবেন।
- প্রথমে https://www.biman-airlines.com এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- অতঃপর Flight Schedule অপশন নির্বাচন করতে হবে।
- এখন Flying from ( কোন এয়ারপোর্ট থেকে যাচ্ছেন ) Flying To ( কোন এয়ারপোর্টে গিয়ে নামবেন) select করুন।
- তারিখ নির্বাচন করে সার্চ অপশনে ক্লিক করুন।
এভাব খুব সহজে আপনি বিমানের ফ্লাইট শিডিউল চেক করতে পারবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক
Ticket number ছাড়াও আপনি বিমানের টিকেট চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়েও বিমানের টিকেট চেক করা যায়। নিম্নে পাসপোর্ট নাম্বার দিয়ে বিমানের টিকেট চেক করার পদ্ধতি আলোচনা করা হলোঃ
- আগে বিমান এয়ারলাইন্সের ওয়েবসাইট-biman-airlines.com ভিজিট করুন।
- হোম পেইজ থেকে Web Check-in অপশনে ক্লিক করুন।
- আপনার PNR নাম্বার (৬ সংখ্যার) ইনপুট করুন।
- তারপর টিকেট বুকিং করার সময় দেওয়া আপনার নামের শেষ অংশ/ Last name লিখে সার্চ করুন।
উপরের নিয়ম অনুযায়ী আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার বিমানের টিকেট চেক করতে পারবেন।
উপরে দেওয়া সবগুলো নিয়মেই আপনি বিমানের টিকেট চেক করতে পারবেন। যেই নিয়মটি আপনার কাছে সহজ মনে হবে সেইভাবে আপনি টিকেট চেক করে নিবেন। পাসপোর্ট নাম্বার, টিকেট নাম্বার আর আপনার নামের শেষ অংশ দিয়েই বিমানের টিকেট চেক করা যাবে।