যারা রোমানিয়া থেকে ইতালি যেতে চান আজকের পোস্টটি তাদের জন্য। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা রোমানিয়া থেকে ইতালি যেতে চান উন্নত জীবন যাপনের জন্য, অধিক টাকা উপার্জন করার জন্য। কিন্তু কীভাবে রোমানিয়া থেকে ইতালি বৈধভাবে যেতে হয় সেই উপায় জানেন না।
ইতালি বিশ্বের অন্যতম শীর্ষ স্থানীয় ধনী দেশগুলোর একটি। ইতালি অর্থনীতি, শিক্ষা, চিকিৎসা, ব্যাবসা-বাণিজ্য সব দিক থেকে রোমানিয়ার চেয়ে বহুগুণ উন্নত একটি দেশ। তাই প্রতিবছর অনেক রোমানিয়া অভিবাসী ইতালি যাওয়ার পরিকল্পনা করে।
রোমানিয়া একটি আংশিক সেনজেনভুক্ত দেশ। সেনজেনভুক্ত হওয়ার কারণে রোমানিয়ার নাগরিকদের ইতালি যাওয়ার জন্য কোন ভিসার প্রয়োজন পড়ে না। তবে বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে ইতালি যাওয়ার জন্য ভিসা আবশ্যক। কিন্তু বাংলাদেশ থেকে ইতালি ভিসা করা অনেক কঠিন তবে রোমানিয়া থেকে ইতালি ভিসা করা তুলনামূলক সহজ। যার কারণে অনেক মানুষ রোমানিয়া থেকে ইতালি যেতে চায়।
রোমানিয়া থেকে কীভাবে ইতালি যাওয়া যায়
রোমানিয়া থেকে ইতালি যাওয়ার দুইটি উপায় আছে। প্রথমত বৈধভাবে আর আরেকটি উপায় হচ্ছে অবৈধভাবে। যদিও অবৈধভাবে যাওয়া কোনমতেই ঠিক নয়। অবৈধভাবে গেলে জীবনের ঝুঁকি থাকে এবং ইতালি গিয়েও নিরাপত্তার আশংকা রয়ে যায়।
অবৈধভাবে অনেকে মালামাল বোঝাই করার লরি বা জাহাজে করে ইতালি যেতে চায় যেটা আপনার জীবনের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এভাবে যাত্রাপথে অনেক সময় জাহাজ দুর্ঘটনা কবলিত হয়ে অনেক মানুষ মারা যায়। তাই আমাদের পরামর্শ থাকবে অবৈধ পন্থা অবলম্বন করে কখনোই ইতালি যাবেন না।
রোমানিয়ান নাগরিকদের একটা সুবিধা হলো ইতালি যাওয়ার জন্য তাদের কোন ভিসা লাগে না। কিন্তু বাংলাদেশি যারা রোমানিয়াতে অবস্থান করছে তাদের রোমানিয়া থেকে ইতালি ভিসা করে তারপর যেতে হবে। প্রথমে আপনাকে ইতালির ভিসার জন্য রোমানিয়া ভিসা অফিসে গিয়ে আবেদন করতে হবে। তারপর অন্যান্য দরকারি ডকুমেন্টস জমা দিয়ে ভিসা ফি প্রদান করতে হবে।
রোমানিয়া থেকে ইতালি যাওয়ার বৈধ উপায়
রোমানিয়া থেকে ইতালি বৈধভাবে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে ভিসা আবেদন করতে হবে। রোমানিয়াতে অবস্থিত ইতালির ভিসা অ্যাম্বাসিতে আপনার ভিসা আবেদন ফর্ম সহ অন্যন্য সব প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
ইতালিতে যাওয়ার জন্য সবচেয়ে সুবিধাজনক ভিসা হচ্ছে স্পন্সর ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা। স্পন্সর ভিসা পাওয়ার জন্য আপনাকে ইতালিতে বাস করে এমন কোন বন্ধু, আত্বীয় কিংবা কোন প্রতিষ্ঠান থেকে ইনভিটেশন লেটার পেতে হবে।
এছাড়া রয়েছে স্টুডেন্ট ভিসা, টুরিস্ট ভিসা। আপনি যদি পড়াশোনা করার জন্য যেতে চান তাহলে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন আবার শুধু ভ্রমণ করার উদ্দ্যশ্যে যেতে চাইলে টুরিস্ট ভিসার আবেদন করতে হবে। আপনি কোন ভিসায় যাবেন আগে সেটা নির্ধারণ করে তারপর ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে সকল ডকুমেন্টস সংগ্রহ করতে হবে।
এখন আবেদন আপনি চাইলে অনালাইন বা অফলাইন দুইভাবেই করতে পারেন। ভিসা আবেদন করার পর ভিসা প্রোসেসিং হতে ৩-৪ সপ্তাহ সময় লাগতে পারে। আপনার ডকুমেন্টস ঠিক থাকলে আপনার ভিসা অনুমোদন পেতে বেশিদিন সময় লাগবে না। ভিসা অনুমোদন হয়ে গেলে আপনি সেটি জানতে পারবেন। এরপর বিমানে অথবা ট্রেন, বাস, জাহাজে করে ইতালি চলে যেতে পারবেন।
রোমানিয়া থেকে ইতালি যাওয়ার শর্তসমূহ
যেকোন দেশে বৈধভাবে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্ত অবলম্বন করতে হবে। ঠিক তেমনি আপনি যদি বাংলাদেশ থেকে রোমানিয়া এবং পরবর্তীতে রোমানিয়া থেকে ইতালিতে যেতে চান তাহলে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। নিম্নে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার শর্তগুলো আলোচনা করা হলোঃ
- বাংলাদেশ থেকে রোমানিয়া যাওয়ার পর আপনাকে রোমানিয়াতে কমপক্ষে এক বছর কোন কোম্পানিতে চাকরি করতে হবে।
- আপনার পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন ৬ মাস থাকতে হবে। তবে মেয়াদ ৬ মাসের বেশি থাকলে ভালো।
- রোমানিয়াতে আপনি যে কোম্পানিতে চাকরি করেছেন সেই কোম্পানি থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করতে হবে।
একটি বিষয় খেয়াল রাখবেন, অনেক এজেন্সি আপনাকে অবৈধভাবে যাওয়ার জন্য নানা ধরনের ভুলভাল কথা বুঝাবে কিন্তু আপনি কখনোই তাদের কথায় রাজি হবেন না। সকল নিয়ম ও শর্ত মেনে বৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন।
রোমানিয়া থেকে ইতালি যেতে কি কি কাগজপত্র লাগবে
রোমানিয়া থেকে ইতালির ভিসা আবেদন করার জন্য আপনার কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। রোমানিয়ান নাগরিক ব্যতীত এমনিতে রোমানিয়ায় অবস্থানরত অন্য কোন দেশের নাগরিক যদি ইতালি যেতে চায় তাহলে তাদের ভিসা করতে হবে। নিম্নে ইতালির ভিসা করার জন্য যা যা তথ্য লাগবে নিম্নে উল্লেখ করা হলোঃ
- একটি বৈধ পাসপোর্ট ( পাসপোর্টের মেয়াদ নূন্যতম ৬ মাস হতে হবে )
- ভিসা আবেদন ফর্ম
- জাতীয় পরিচয়পত্রের কপি
- সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি
- মেডিকেল হেলথ রিপোর্ট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- কাজের দক্ষতার পাসপোর্ট
- স্পন্সরের ইনভিটেশন লেটার
- ব্যাংক স্টেট্মেন্ট এর কপি ( আর্থিক স্বচ্ছলতার প্রমাণস্বরূপ )
- ভাষা দক্ষতার সার্টিফিকেট ( ইতালি, ইংরেজি )
- অন্যান্য সংশ্লিষ্ট কাগজপত্র
ভিসার ধরনের উপর নির্ভর করে কাগজপত্র জমা দিতে হবে। তাই আগে ভিসা অফিস থেকে জেনে নিবেন আপনার কি কি ডকুমেন্টস লাগবে এবং সেগুলো সংগ্রহ করে রাখবেন। তাছাড়া ইতালি ভিসা খরচ সম্পর্কে এই পোস্টটি পড়ে রাখুন।
রোমানিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে?
রোমানিয়া থেকে ইতালি যাওয়ার কয়েকটি মাধ্যম রয়েছে। আপনি বিমানে, ট্রেনে, বাসে অথবা জাহাজে করে রোমানিয়া থেকে ইতালি যাতে পারবেন। বিমানে যাতায়াত করলে অন্যান্য পরিবহনের চেয়ে খরচ তুলনামূলক বেশি লাগবে। রোমানিয়া থেকে ইতালি যেতে ৩৫০০ ইউরোর মত খরচ হতে পারে যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৬৭,১৫১ টাকা ( চার লক্ষ সাতষট্টি হাজার একশত একান্ন টাকা মাত্র)।
আবার আপনি যদি কোন এজেন্সির সহায়তা নিয়ে যান সেক্ষেত্রে খরচ কম-বেশি লাগতে পারে।
রোমানিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগবে
রোমানিয়া থেকে ইতালির দুরত্ব প্রায় ১৮৬২ কিমি.। রোমানিয়া থেকে ইতালি আপনি কোন পরিবহনে যাচ্ছেন সেটার উপর নির্ভর করবে আপনার যেতে কত সময় লাগবে। বিমানে রোমানিয়া থেকে ইতালি পৌঁছাতে সময় লাগবে প্রায় ১৯ ঘণ্টার মত। তবে আপনি সরাসরি রোমানিয়া থেকে ইতালিতে যেতে পারবেন না। প্রথমে আপনাকে রোমানিয়া থেকে হাঙ্গেরি এয়ারপোর্টে পৌঁছাতে হবে তারপর সেখান থেকে ইতালিতে যেই এয়ারপোর্ট সিলেক্ট করেছেন সেখানে চলে যেতে পারবেন।
বাস, ট্রেন কিংবা জাহাজে করে গেলে আরও বেশি সময় লাগতে পারে। তবে এসব পরিবহনে গেলে আপনার যাতায়াত খরচ কম পড়বে। আপনি আপনার সামর্থ্য ও সুবিধা অনুযায়ী যেকোন একটি পরিবহন নির্বাচন করবেন।
এরকম আরও তথ্য জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজঃ Trendy News BD