সেনজেন দেশের তালিকা ২০২৫

ইউরোপের দেশগুলোতে ভ্রমণ করার ইচ্ছা কম বেশি সব মানুষেরই থাকে। ইউরোপের ২৭ টি দেশ সেনজেন দেশের আওতাভুক্ত। এই দেশগুলোতে প্রতিবছর কয়েক হাজার মানুষ ভিসার জন্য আবেদন করে। ব্যবসা-বানিজ্য, পড়ালেখা, ভ্রমণ ইত্যাদির জন্য মানুষ বিদেশে যায়। আর সেনজেন এর অন্তর্ভুক্ত দেশগুলোতে মানুষের যাওয়ার প্রবণতা বেশি।

সেনজেন এর মধ্যে মোট ২৭ টি দেশ রয়েছে। প্রতিটি দেশ অর্থনীতি, ইতিহাস, ঐতিহ্যে সমৃদ্ধ; রয়েছে অসাধারণ এবং মনোমুগ্ধকর সব পর্যটন কেন্দ্র। আজকের আর্টিকেলে আমরা সেনজেন এর তালিকাভুক্ত সেসব দেশ নিয়ে আলোচনা করব।

সেনজেন দেশ বলতে কি বুঝায়?

সেনজেন দেশ হলো ইউরোপের অন্তর্ভুক্ত কতগুলো দেশ যেগুলোর একটি দেশ থেকে আরেকটি দেশে যেতে কোন ভিসার প্রয়োজন হয় না। আপনার যদি সেনজেন ভিসা থাকলে তাহলে ওই ভিসা দিয়ে আপনি সেনজেনের সবগুলো দেশে ঘুরতে পারবেন।

সেনজেন চুক্তি অনুসারে ইউরোপের ২৭ টি দেশ তাদের সীমানা বাতিল  করেছে অর্থাৎ কোন ভিসা ছাড়াই একদেশের নাগরিক আরেক দেশে যাতায়াত করতে পারবে। আপনি যদি সেনজেন ভিসা পান তবে নির্ধারিত সময়ের জন্য আপনি সেনজের ২৭ টি দেশে নির্বিঘ্নে ভ্রমনের সুযোগ পাবেন।

সেনজেন দেশের তালিকা

১) অস্ট্রিয়া

অস্ট্রিয়া ইউরোপের সেন্ট্রালে বা মধ্য ইউরোপে অবস্থিত । ৪ টি দেশের সীমান্ত দিয়ে এই দেশটি ঘিরে রয়েছে। অস্ট্রিয়ার জনসংখ্যা ৮.৯ মিলিয়ন ( প্রায় ৮৯ লক্ষ )। অস্ট্রিয়া ১৯৯৫ সালের ২৮ শে এপ্রিল সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

২) পর্তুগাল

পর্তুগাল স্পেন সীমানাবর্তী একটি দেশ। পর্তুগালের জনসংখ্যা প্রায় ১০.১ মিলিয়ন ( প্রায় ১ কোটির কাছাকাছি। পর্তুগাল ১৯৯১ সালের ২৫ শে জুন সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

৩) জার্মানি 

জার্মানি পশ্চিম এবং মধ্য ইউরোপে অবস্থিত, যার পূর্বে রয়েছে পোল্যান্ড এবং চেক রিপাব্লিক, উত্তরে আছে ডেনমার্ক। এই দেশটির সাথে মোট নয়টি দেশের সীমানা রয়েছে। জার্মানির জনসংখ্যা প্রায় ৮৪ মিলিয়ন। জার্মানি ১৯৮৫ সালের ১৪ই জুন সেনজেন চুক্তি স্বাক্ষর করে। 

৪) চেক রিপাবলিক (Czechia republic)

চেক রিপাব্লিক ইউরোপীয় সেনজেন দেশগুলোর মধ্যে একটি দেশ। এর সীমান্তবর্তী দেশগুলোর মধ্যে রয়েছে জার্মানি, পোল্যান্ড, স্লোভাকিয়া এবং অস্ট্রিয়া। এই দেশের জনসংখ্যা প্রায় ১০.৭ মিলিয়ন। চেক প্রজাতন্ত্র ২০০৩ সালের ১৬ই এপ্রিল সেনজেন এর অন্তর্ভুক্ত হয়।

৫) পোল্যান্ড

মধ্য ইউরোপের একটি দেশ পোল্যান্ড। পোল্যান্ডের জনসংখ্যা ৩৭.৮ মিলিয়ন। ২০০৩ সালের ১৬ ই এপ্রিল চেক রিপাব্লিকের পাশাপাশি পোল্যান্ড ও সেনজেনের চুক্তি স্বাক্ষর করে।

৬) ইতালি

ইতালি ভূমধ্যসাগরের কেন্দ্রস্থলে অবস্থিত সেনজেন দেশসমূহের একটি বৃহত্তর অংশ। সুইজারল্যান্ড, ফ্রান্স, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, ভ্যাটিকান সিটি এবং সান মারিনো দ্বীপের সাথে যুক্ত আছে ইতালি। ইতালির জনসংখ্যা প্রায় ৬০.২ মিলিয়ন। এটি ১৯৯০ সালের নভেম্বরে সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

৭) লুক্সেমবার্গ 

লুক্সেমবার্গ দেশটি অর্থনৈতিক দিক থেকেও অন্যতম। এটি ইউরোপের অন্যতম প্রযুক্তি হাব ( ফিনটেক) প্রতিষ্ঠা করেছে। 

লুক্সেমবার্গ এর জনসংখ্যা প্রায় ৬৫০৮৪৭ জন। এটি ১৯৮৫ সালে সেনজেন চুক্তি স্বাক্ষর করে। 

৮) এস্তোনিয়া

এটি উত্তর-পূর্ব ইউরোপের একটি দেশ। এস্তোনিয়া ৩টি বাল্টিক রাজ্য দ্বারা সীমাবদ্ধ যার দক্ষিণে লাটভিয়া, পূর্বদিকে পিপাস হ্রদ ও রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড। এস্তোনিয়ার জনসংখ্যা প্রায় ১.৩ মিলিয়ন। ২০০৩ সালের ১৬ এপ্রিল এটি সেনজেন এর অন্তর্ভুক্ত হয়। 

৯) লাটভিয়া

লাটভিয়ার উত্তর ইউরোপের ছোট একটি দেশ। এর দক্ষিণ সীমান্তে লিথুয়ানিয়া, উত্তরে এস্তোনিয়া, পূর্বে রাশিয়া এবং দক্ষিন-পূর্বে বেলারুশ। লাটভিয়ার জনসংখ্যা প্রায় ১.৮ মিলিয়ন। দেশটি ২০০৩ সালে ১৬ ই এপ্রিল সেনজেন চুক্তি স্বাক্ষর করে।   

১০) স্পেন

ইউরোপ মহাদেশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি দেশ হলো স্পেন। স্পেনের উত্তর সীমানায় ফ্রান্স এবং বিস্কে উপসাগর রয়েছে। স্পেনের জনসংখ্যা প্রায় ৪৬.৭ মিলিয়ন। ১৯৯১ সালে এটি সেনজেন এর অন্তর্ভুক্ত হয়।

১১) লিথুয়ানিয়া 

লিথুয়ানিয়া একটি বাল্টিক রাষ্ট্র। লিথুয়ানিয়ার দক্ষিণ সীমানায় পোল্যান্ড, উত্তরে লাটভিয়া, পূর্ব-দক্ষিণে বেলারুশ এবং দক্ষিণ-পশ্চিমে কালিনিনগ্রাদ ওব্লাস্ট রয়েছে। এর জনসংখ্যা প্রায় ২.৯ মিলিয়ন। ২০০৩ সালের এপ্রিলে লিথুয়ানিয়া সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

১২) ফিনল্যান্ড

ফিনল্যান্ড উত্তর ইউরোপে অবস্থিত একটি দেশ। এর উত্তর-পশ্চিমে সুইডেন, উত্তর দিকে নরওয়ে এবং পূর্বে রাশিয়া আছে। ১৯৯৬ সালে এটি সেনজেনভুক্ত হয়।

১৩) আইসল্যান্ড

আইসল্যান্ড উত্তর আটলান্টিকে অবস্থিত একটি সবুজ বৈচিত্রময় দেশ। এর জনসংখ্যা প্রায় ৩৭৬,২৪৮ জন। এটি দুইবার সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

১৪) স্লোভেনিয়া

স্লোভেনিয়া ইতালির উত্তর সীমান্তে অবস্থিত। এর জনসংখ্যা প্রায় ২ মিলিয়ন। ২০০৩ সালে দেশটি সেনজেন চুক্তি স্বাক্ষর করে। 

১৫) স্লোভাকিয়া

স্লোভাকিয়া মধ্য ইউরোপের একটি স্থলবেষ্টিত দেশ এবং এখানে প্রায় 5.5 মিলিয়ন মানুষ রয়েছে। এর পূর্ব সীমান্তে ইউক্রেন, উত্তরে পোল্যান্ড, পশ্চিমে চেক রিপাব্লিক, দক্ষিণ-পশ্চিমে অস্ট্রিয়া এবং দক্ষিণে হাঙ্গেরি রয়েছে। স্লোভাকিয়া 16 এপ্রিল 2003-এ এই শেনজেন চুক্তিতে স্বাক্ষর করে।

১৬) ডেনমার্ক

ডেনমার্কের মূল ভূখন্ড উত্তর-পশ্চিম ইউরোপের জুটল্যান্ড উপদ্বীপে অবস্থিত। বাল্টিক সাগরের অনেকগুলো দ্বীপ ডেনমার্কে অবস্থিত। ডেনমার্কে প্রায় ৫.৮ মিলিয়ন জনসংখ্যা বাস করে। এটি ১৯৯৬ সালে সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

১৭) হাঙ্গেরি

সেনজেন দেশগুলোর মধ্যে হাঙ্গেরি অন্যতম। এটি মধ্য ইউরোপে অবস্থিত এবং প্রায় ৯.৬ মিলিয়ন জনসংখ্যা রয়েছে। দক্ষিণ দিকে সার্বিয়া, উত্তর সীমানায় স্লোভাকিয়া, পূর্বে রোমানিয়া এবং পশ্চিমে স্লোভেনিয়া। হাঙ্গেরি ২০০৩ সালে সেনজেনভুক্ত হয়।

১৮) মাল্টা

মাল্টা ভূমধ্যসাগরের একটি দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত। এর জনসংখ্যা প্রায় ৪৪৪,৪০৯ জন। মাল্টা ২০০৩ সালে সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

১৯) সুইজারল্যান্ড

সুইজারল্যান্ড তার পর্বতমালার জন্য পরিচিত। এটি ২০০৪ সালে সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

২০) বেলজিয়াম

বেলজিয়াম পশ্চিম ইউরোপের একটি নিম্নভূমির দেশ। এটি নেদারল্যান্ড, ফ্রান্স, লুক্সেমবার্গ এবং জার্মানি দ্বারা বেষ্টিত। তাছাড়া বেলজিয়াম একটি ফেডারেল রাষ্ট্র যা তিনটি অঞ্চলে বিভক্ত। ১৯৮৫ সালে এটি সেনজেন এর অন্তর্ভুক্ত হয়।

২১) ফ্রান্স

ইউরোপের পশ্চিম প্রান্তে ফ্রান্স অবস্থিত। ফ্রান্সের জনসংখ্যা প্রায় ৬৫.৬ মিলিয়ন। ১৯৮৫ সালে এটি সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

২২) লিচেনস্টাইন

লিচেন্সটাইন মিডেল ইউরোপের একটি ল্যান্ডলকড মাইক্রোস্টেট। এর জনসংখ্যা প্রায় ৩৮,৩৯৫ জন। ২০০৮ সালে এটি ইউরোপীয়ান ইউনিয়নের সাথে সেনজেন চুক্তিবদ্ধ হয়।

২৩) গ্রীস

গ্রীস ১৯৯২ সালে সেনজেন চুক্তি স্বাক্ষর করে। এটি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত প্রায় ১০.২ মিলিয়ন জনসংখ্যা নিয়ে গঠিত। 

২৪) নরওয়ে

নরওয়ে ফিনল্যান্ড, রাশিয়া, ডেনমার্ক এবং স্ক্যাগেরাক প্রণালী দিয়ে বেষ্টিত। এই দেশে প্রায় ৫.৫ মিলিয়ন মানুষ রয়েছে। নরওয়ে দুইবার সেনজেন চুক্তি স্বাক্ষর করে একটি ১৯৯৬ সালে আরেকটি ১৯৯৯ সাল।

২৫) সুইডেন

সুইডেন উত্তর ইউরোপে অবস্থিত। সুইডেন এর সীমানাবর্তী সেনজেন দেশগুলো হলো ফিনল্যান্ড এবং নরওয়ে। এদেশের জনসংখ্যা প্রায় ১০.২ মিলিয়ন। 

২৬) নেদারল্যান্ডস

নেদারল্যান্ডস এর পূর্বে জার্মানি, দক্ষিন দিকে বেলজিয়াম এবং উত্তর-পশ্চিম সীমান্তে উত্তর সাগর রয়েছে। এই দেশের জনসংখ্যা প্রায় ১৭ মিলিয়ন। ১৯৮৫ সালে দেশটি সেনজেন চুক্তি স্বাক্ষর করে।

২৭) ক্রোয়েশিয়া

ক্রোয়েশিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত। দেশটির জন্সংখ্যা প্রায় ৪০ লাখ। এটি সেনজেন এর ২৭ তম দেহ হিসেবে ২০২৩ সালে চুক্তি স্বাক্ষর করেছে।

সেনজেন দেশগুলোর সুবিধা হচ্ছে আপনি যদি যেকোন একটি দেশে সেনজেন ভিসা নিয়ে যেতে পারেন তাহলে আপনি অন্যান্য ২৬ টি দেশেও ভিসা চেকিং ছাড়াই প্রবেশ করতে পারবেন। আপনার ভ্রমণ অনেক সহজ এবং ঝামেলামুক্ত হবে।

আরও পড়ুন

শেয়ার করুন

Leave a Comment