জাতীয় পরিচয়পত্র প্রত্যেকটি নাগরিকের একটি অবিচ্ছেদ্য অংশ। বাংলাদেশে বসবাসকারি প্রতিটি স্থায়ী নাগরিকের জাতীয় পরিচয়পত্র পাওয়ার অধিকার রয়েছে। তবে আমাদের দেশে এনআইডি কার্ড করার জন্য অনেক ঝামেলা পোহাতে হয়। তবে ভোটার নাম্বার দিয়ে আইডি কার্ড চেক করার বিষয়টি এখন অনেক সহজ হয়ে গিয়েছে।
যেকোন সময় নানা প্রয়োজনে আপনার NID card চেক করার প্রয়োজন হতে পারে। আপনার NID কার্ডটি সবসময় হাতের কাছে নাও থাকতে পারে, তাই সবারই জেনে নেওয়া উচিত যে কিভাবে অনলাইনে ভোটার আইডি চেক করতে হয়।
এই আর্টিকেলে আমি আপনাদেরকে NID চেক করার সহজ এবং দ্রুত উপায়টি দেখিয়ে দিব। যাতে যেকোন প্রয়োজনে কিংবা যেকোন মুহূর্তে আপনি সঠিকভাবে আপনার এনআইডি কার্ডটি চেক করতে পারেন।
নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
ইন্টেরনেটের সুবাদে আপনি এখন ঘরে বসে নিজ হাতে থাকা মোবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে এই লিংকে https://services.nidw.gov.bd/ যেয়ে আপনার আইডি কার্ডটি চেক করতে পারবেন। নিচের পদ্ধতিটি অনুসরন করে আপনি আপনার ভোটার আইডি চেক করুন –
ধাপ-১ঃ
প্রথমে মোবাইল অথবা কম্পিউটার থেকে যেকোন একটি ব্রাউজারে যেয়ে সার্চবারে services.nidw.gov.bd লিখে সার্চ করুন। নিচের পেইজটির মত একটি পেইজ দেখতে পাবেন।
ধাপ-২ঃ
ওয়েবসাইটে ভিজিট করার পর রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার এবং জন্মতারিখ ঠিকভাবে লিখুন। ক্যাপচা কোডটি পূরণ করে submit অপশনে ক্লিক করুন।
ধাপ-৩ঃ
তারপর নিচের পেইজটি আসলে নিজের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা নির্বাচন করুন।
ধাপ-৪ঃ
এখন বার্তা পাঠান অপশনে ক্লিক করুন । কিছুক্ষনের মধ্যে আপনার ফোন নাম্বারে একটি 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড আসবে।
ধাপ-৫ঃ
ভেরিফিকেশন কোডটি সাবধানতার সাথে টাইপ করুন। টাইপ করার জন্য আপনার কাছে এক মিনিট সময় থাকবে। তাই কোডটি একটু দ্রুত টাইপ করবেন।
ধাপ-৬ঃ
ভেরিফিকেশন কোড টাইপ করার পর নিচের পেইজটি আসবে। এখন NID নাম্বার দিয়ে আইডি কার্ড বের করার জন্য আপনার face verify করতে হবে। এখানে একটি QR কোড আসবে। মোবাইলে গুগল প্লে স্টোর থেকে NID Wallet অ্যাপ ইন্সটল/ ডাউনলোড করুন।
এরপর আপনার ফেইস রিকগনিশন এর জন্য আপনার মুখমণ্ডল বামে, ডানে এবং সোজা রেখে scan করুন। স্ক্যান করার পর আপনার এনআইডি-র সকল তথ্য় দেখা যাবে। এভাবে আপনি আপনার আইডি কার্ডের সকল ইনফরমেশন দেখতে পারবেন।
ফর্ম নাম্বার দিয়ে আইডি কার্ড চেক
এনআইডি নাম্বারের পরিবর্তে আপনি চাইলে ফর্ম নাম্বার দিয়েও আপনার আইডি কার্ড চেক করতে পারবেন। আপনি যখন অনালইনে এনআইডি করার জন্য ফর্ম ফিল-আপ করেছিলেন আপনার নিবন্ধন ফর্মের উপরে ডানদিকে দেখবেন ফর্ম নাম্বার দেওয়া আছে।
এখন ফর্ম নাম্বার দিয়ে এনআইডি কার্ড চেক করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন।
- NID website– services.nidw.gov.bd ভিজিট করে Registration অপশনে যেতে হবে। তারপর নিচের ছবির মতো একটি পেইজ দেখতে পাবেন।
- তারপর ফর্ম নাম্বার ও জন্মতারিখ টাইপ করুন। ফর্ম নাম্বার এর শুরুতে NIDFN লিখতে হবে। উদাহরণ-NIDFN2249624952.
- ছবিতে প্রদর্শিত কোডটি তার নিচের বক্সে টাইপ করুন এবং সাবমিট অপশনে এ ক্লিক করুন।
- আপনার আইডি যদি তৈরি থাকে তাহলে আপনার কাছে ঠিকানা সিলেক্ট করার অপশন আসবে। তারপর ঠিকানা নির্বাচন করে দিবেন।
- আর যদি আইডি প্রস্তুত না থাকে তাহলে Your NID information is not found এটি লেখা আসবে।
উপরের ধাপগুলো পর্যায়ক্রমে অনুসরণ করে আপনি ফর্ম নাম্বার দিয়ে আপনার ভোটার আইডি চেক করতে পারবেন।
SMS এর মাধ্যমে আইডি কার্ড চেক
আপনি কি জানেন আপনার হাতে থাকা স্মার্ট ফোন দিয়েই আপনি আপনার এনআইডি কার্ড চেক করতে পারবেন!! মোবাইল ফোনের এসএমএস অপশন-এ যেয়ে < NID> স্পেস <Form Number> স্পেস <DD-MM-YYYY> লিখে 105 নম্বরে Send করুন। ফিরতি মেসেজে আপনার এনআইডি প্রস্তুত হলে তা জানিয়ে দেয়া হবে এবং NID নম্বর পাঠানো হবে।
যারা নতুন ভোটার নিবন্ধন করেছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র নাম্বার পান নি। তারা চাইলেই মোবাইলে sms করে ভোটার আইডি চেক করতে পারবেন। আপনার স্মার্ট পরিচয়পত্র নম্বর জেনে নিতে পারেন এবং যেকোন প্রয়োজনে তা ব্যাবহার ও করতে পারবেন।
আইডি কার্ড নিয়ে প্রশ্নোত্তর
১। নতুন আইডি কার্ডের জন্য আবেদন করতে কি কি কাগজপত্র লাগে?
উঃ নতুন ভোটার হওয়ার জন্য আপনাকে নিচের ডকুমেন্টস গুলো নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে ।
- অনলাইনে পূরণকৃত ফর্মের প্রিন্ট কপি।
- এস.এস.সি সার্টিফিকেট ( বয়স প্রমাণের সনদ )।
- জন্ম নিবন্ধন এর ফটোকপি -(বয়স প্রমাণের সনদপত্র)।
- নিজের সদ্য তোলা ২ কপি পাসপোর্টের সাইজের ছবি।
- ইউটিলিটি বিলের কপি যেমন- বিদ্যুৎ বিল/ পানির বিল/ গ্যাস বিল এর ফটোকপি।
- বাবা, মা, স্বামী/স্ত্রীর এনআইডি কার্ডের কপি।
২। ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে কি কি লাগে?
উঃ আপনারা যারা ভোটার হিসাবে নিবন্ধিত হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা রেজিস্টার মেন্যুতে (Claim Account) গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর এবং আপনার জন্ম তারিখ, ক্যাপচা ও প্রয়োজনী তথ্য দিয়ে অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। পরবর্তীতে লগইন মেন্যুতে গিয়ে আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড মেন্যুতে গিয়ে আপনার পরিচয়পত্র কপি ডাউনলোড করতে পারবেন।